রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী, নিজেই বাংলায় টুইট করে জানালেন মোদি

রাত পোহালেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) এবারও মূলত সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য সফর মোদির। আগামীকাল রবিবার, হলদিয়ায় (Haldia) একটি উড়ালপুল, গ্যাস প্রকল্প-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত দিয়ে। একটি সভাতেও যোগ দেওয়ার কথা আছে মোদির। তার আগে বাঙালি আবেগকে কাজে লাগাতে রাজ্য সফরের কথা বাংলায় টুইট করে জানালেন প্রধানমন্ত্রী।

হলদিয়ায় নিজের কর্মসূচি সম্পর্কে বাংলায় টুইট করে মোদি জানিয়েছেন, হলদিয়ার হেলিপ্যাড মাঠের অনুষ্ঠানে পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস হবে। পাশাপাশি, ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন হবে।

সরকারি অনুষ্ঠান শেষে হেলিপ্যাড মাঠে দলের একটি সভায় যোগ দেবেন মোদি। সেখানে সাংসদ দিব্যেন্দু অধিকারীর থাকার কথা আছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন রবিবার দলীয় সভায় মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু। তবে শিশির অধিকারীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে সৌমেন মিত্র, এডিজি সিআইডি-র পদে অনুজ শর্মা

Advt

Previous articleকলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে সৌমেন মিত্র, এডিজি সিআইডি-র পদে অনুজ শর্মা
Next articleকটাক্ষ নাড্ডাকে, রবিবার নবদ্বীপ থেকে পূর্ণাঙ্গ জবাব দেবেন কুণাল