এখানেই থামেননি তিনি।  বলেছেন, ‘ভাল জামা কাপড় পরে, ভাল ভাল কথা বলে যারা ক্ষমতায় এসেছিল তাদের আসল দাঁত বেরিয়ে গিয়েছে। মানুষ আসল রূপ বুঝতে পারছে।” যাঁরা ভদ্রলোক ছিলেন তাঁরা ইতিমধ্যেই দল ছেড়েছেন। মে মাসের পর ওনারা কোথায় যাবেন, সেটাও ভেবে দেখুন, যে ব্যবহার মানুষের সঙ্গে করেছেন, তার প্রতিদান পাবেন। মানুষই জবাব দেবে। আর নরেন্দ্র মোদি কোনও ফাঁকা আওয়াজ দেন না। যেটা বলেন সেটাই করেন। আমরা কাজ করে দেখাব।’ পাল্টা তূণমূলও একহাত নিয়েছে। তৃণমূলের তরফে এই বক্তব্যকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ঝাড়ের ধারে কাছেই এগোনোর ক্ষমতা নেই যাদের, তাদের আবার এত আস্ফালন কীসের! বিজেপি নিজেই কুকথার ভাণ্ডার। তারা আবার এ নিয়ে কথা বলে কী করে?’

Advt