টানা রেকর্ড গড়ে এবার মৃদু ধাক্কা খেল দেশের শেয়ারবাজার

🔹সেনসেক্স ৫১,৩২৯.০৮ (⬇️ -০.০৪%)

🔹নিফটি ১৫,১০৯.৩০ (⬇️ -০.০৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫১০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মঙ্গলবার মৃদু ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল গতকালের তুলনায় মাত্র ১৯ পয়েন্ট নামেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। তবে এই সামান্য প্রথমে উদ্বেগের কিছু দেখছেন না বিনিয়োগকারীরা। আগামীতে শেয়ারবাজার আরো চড়তে পারে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৯.৬৯ পয়েন্ট বা -০.০৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৩২৯.০৮। এনএসই নিফটি (NSE Nifty) -৬.৫০ পয়েন্ট বা -০.০৪ শতাংশ নেমে হয়েছে ১৫,১০৯.৩০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তাতে এই সামান্য পতনে খুব একটা বিচলিত হচ্ছেন না বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের চেষ্টার অভিযোগ দলেরই নেত্রীর

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Previous articleবিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের চেষ্টার অভিযোগ দলেরই নেত্রীর
Next articleবুধবার থেকে পুরোপুরি খুলছে তারকেশ্বর মন্দির