বুধবার থেকে পুরোপুরি খুলছে তারকেশ্বর মন্দির

বুধবার থেকে ভক্তদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দির (Tarakeswar Mandir)। ভক্তরা গর্ভগৃহে ঢুকে জল ঢালতে পারবেন। করোনা পরিস্থিতিতে গত বছর ১৮ মার্চ ভক্তদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। বন্ধ ছিল গাজন মেলা এবং শ্রাবণী মেলাও।

সরকারি বিধি নিষেধ মেনে পয়লা জুন থেকে বেশ কিছু ধর্মীয় স্থান খোলা হলেও তারকেশ্বর মন্দির বন্ধ রাখা হয়। পরবর্তী কালে সরকারি করোনা (Corona) বিধি মেনে সেপ্টেম্বরের (September) চার তারিখ সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হলেও গর্ভ গৃহে জল ঢালা নিষেধ ছিল। সেই নিষেধও এবার তুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। বুধবার থেকে গর্ভগৃহে জল ঢেলে পুজো করতে পারবেন ভক্তরা। এই কথা জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর।

আরও পড়ুন- টানা রেকর্ড গড়ে এবার মৃদু ধাক্কা খেল দেশের শেয়ারবাজার


Advt

 

Previous articleটানা রেকর্ড গড়ে এবার মৃদু ধাক্কা খেল দেশের শেয়ারবাজার
Next articleভাড়া বৃদ্ধির দাবিতে ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট