Sunday, January 11, 2026

সুনীলের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত, তৃণমূলে আইপিএস হুমায়ুন কবীর

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিধায়ক সুনীল সিংয়ের (Sunil Singh) তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা। গতকাল, সোমবার ১৬তম বিধানসভার শেষদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পর সুনীলের “ঘর ওয়াপসি” নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এবার সম্ভাবনা আরও জোরালো হলো। মুখ্যমন্ত্রী (CM) সঙ্গে দেখা করার পর নোয়াপাড়ায় বিধায়ককে ইতিমধ্যেই রাজ্য সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছে। বিজেপিতে (BJP) যাওয়ার পর থেকে CISF-এর কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। জানা গিয়েছে, সেই নিরাপত্তা ইতিমধ্যেই ছেড়েছেন সুনীল সিং। সূত্রের খবর, আজ মঙ্গলবারই সম্ভবত ঘাসফুল শিবিরে ফিরছেন সুনীল। দলগতভাবে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘনিষ্ঠ মহলে সুনীল জানিয়েছিলেন, দলবদলের পর থেকে বিজেপির পুরোনো লোকেরা কেউ তাঁকে সেভাবে সাহায্য করেননি। বরং, উন্নয়নের বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা পেয়েছেন তিনি। প্রসঙ্গত, সুনীল সিং সম্পর্কে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) শ্যালক।

অন্যদিকে, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসেরও (Biswajit Das) তৃণমূলে প্রত্যাবর্তন কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বনগাঁ উত্তরের বিধায়কের কাছেও রাজ্যের নিরাপত্তার জন্য ফোন গিয়েছে পুলিশের। তিনি অবশ্য পরে জানাবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক মহলে খবর, বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া ঠাকুর

বিশ্বজিৎ দাস

পরিবারের সদস্য শান্তনু ঠাকুরের সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নয় বিশ্বজিৎ-এর। সেক্ষেত্রে কাজের সমস্যা হচ্ছে। এবং কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা শান্তনু ঠাকুরের খুব ঘনিষ্ঠ। ফলে বিজেপিতে গিয়ে শুরু থেকেই বেকায়দায় ছিলেন বিশ্বজিৎ দাস। মুখ্যমন্ত্রীও তাঁকে দলে ফেরাতে আগ্রহী বলে জানা গিয়েছে। তাই বিশ্বিজিতের “ঘর ওয়াপসী” ঘটে যেতে পারে যেকোনও দিন।

এদিকে আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন আইপিএস হুমায়ুন কবীর। চন্দননগরের সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার শাসক দলের টিকিটে ভোটও দাঁড়াতে পারেন বলে জানা যাচ্ছে। কয়েক মাস আগে হুমায়ুন কবীরের স্ত্রী তৃণমূলে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ডে ভেলোর, এইমসেও পাওয়া যাবে চিকিৎসা

Advt

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...