এবার মানচিত্র তৈরি করবে ড্রোন (drone mapping)। এতদিন শুধুমাত্র নজরদারি চালানোর কাজেই ব্যবহার করা হত ড্রোনকে। এবার নতুন ভূমিকায় কাজে লাগানো হবে ড্রোনকে। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যন্ড থেম্যাটিক ম্যাপিং অরগানাইজেশন এই কাজে উদ্যোগ নিয়েছে। সংস্থার ডিরেক্টর ড. তপতী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ড্রোনের সাহায্যে সারা দেশের মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে। তিনি জানালেন, ড্রোন ব্যবহারে সময় কম লাগে। স্পট ভিসিট করতে হবে না। খুব সহজে, কম সময়ে ড্রোন ছবি তুলে এনে দিতে পারবে। আর এই মাধ্যমে নির্ভুল হ ওয়ার সম্ভাবনা একশো শতাংশ।

বুধবার সংস্থার ৪০ তম সমাবর্তনের উদ্বোধন করে রাজ্যপাল জগদীপ থনখড় বলেন, ছোট থেকেই ভুগোল নিয়ে আমার খুব আগ্রহ ছিল। এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
