Sunday, November 2, 2025

আলাদা কোচবিহারের দাবির কথা শুনেছেন অমিত শাহ, দাবি গ্রেটার নেতা-কর্মীদের

Date:

Share post:

কোচবিহারে(CuchhBihar) পরিবর্তন প্রাক্কালে অসমের গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে আলাদা কোচবিহার রাজ্যের দাবির কথা শুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এমনই দাবি করেছেন গ্রেটার কোচবিহারের নেতা-সমর্থকরা। তবে অমিত শাহ তাঁদের আলাদা রাজ্য হবে এমন কোনও আশ্বাস দিয়েছেন বলে কেউ অবশ্য দাবি করেননি।

বৃহস্পতিবার কোচবিহারে প্রবেশের আগে অসমে গ্রটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গাইগাও বিমানবন্দরে নেমে অসমের চিরাঙের ছাতিপুরে যান তিনি৷ অনন্ত মহারাজের(Ananta Maharaj) বাড়িতে সকালের খাবার খাওয়ার ফাঁকে রাজবংশী জনজাতির হালহকিকত নিয়েও কথা বলেন অমিত শাহ। অমিত শাহের এই সফরকে ঘিরে বাড়তি উচ্ছাস গ্রেটারদের মধ্যে৷

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রের খবর, অনন্ত মহারাজের পরিবার রাজবংশী জনজাতির মানুষ। তাদের সংস্কৃতি অনুযায়ী ফুল দিয়ে বরণ করেন অমিত শাহকে। কেন্দ্রীয় মন্ত্রী প্রায় চল্লিশ মিনিট ছিলেন এই বাড়িতে৷ উত্তরবঙ্গ ও নিম্ন অসম সহ রাজবংশী জনজাতির বর্তমানের দুর্দশার কথা অমিত শাহকে জানিয়েছেন অনন্ত মহারাজ । গ্রেটার সংগঠনের অনন্ত মহারাজ গোষ্ঠীর দাবি, কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণা করতে হবে৷
এদিন কোচবিহারের রাসমেলা মাঠেও হলুদ পতাকা ও হলুদ গামছা গলায় দিয়ে ভিড় করেন রাজবংশী জনজাতি ও গ্রেটার সমর্থকরা৷ কোচবিহার সফরে এসে অমিত শাহের মুল লক্ষ্য ছিল রাজবংশী ভোট। মঞ্চ থেকে পতাকা নেড়ে পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি৷

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য, হিংসা ছড়ানো হলে ব্যবস্থা: কেন্দ্র

এর পর অমিত শাহ যান মদনমোহন মন্দিরে৷ পুজো দেন মন্দিরে। পুরোহিতদের সাথে কথা বলেন তিনি৷ পুজো শেষে মদনমোহন মন্দিরে তিনি সাংবাদিকদের বলেছেন, সিআরপিএফের ব্যাটেলিয়ান বানানো হবে এবং ট্রেনিং সেন্টারের নাম মহান সেনাপতি বীর চিলারায়ের নামে করা হবে৷ এতে কোচ রাজবংশী সংস্কৃতি দেশজুড়ে প্রচার ও প্রসার হবে। সোনার বাংলা গড়ার কথাও বলেছেন অমিত শাহ।

Advt

spot_img

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...