Tuesday, May 6, 2025

করোনা আবহে সেভাবে জমেনি মরু শহরের আইপিএল (IPL)। দর্শক সংখ্যা তথা টেলিভিশন রেটিং-এ ঘাটতি না হলেও ফিকে হয়েছিল জাঁকজমক। তাই আসন্ন মরশুমের কোটিপতি লিগের দিকে নজর ক্রিকেটপ্রেমীদের। নিলাম থেকে নিজেদের দল গুছিয়ে নিতে পারবে ফ্রাঞ্চাইজি দলগুলি৷ এরই মধ্যে জানা গেল নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৮০০’র বেশি ক্রিকেটারের নাম। à§§à§® ফেব্রুয়ারি নিলাম বলে খবর।

বৃহস্পতিবার রাতে নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)। নতুন এই তালিকায় রয়েছেন ২৯২ জন ক্রিকেটার। যার মধ্যে বিদেশি ক্রিকেটার ১২৫ জন, ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ৩ জন ক্রিকেটার সংযুক্ত দেশের। নিলামে ওঠার জন্য নাম লিখিয়েছিলেন ১ হাজার ১১৪ জন ক্রিকেটার। যার মধ্যে মাত্র ২৯২ জনের ভাগ্য নির্ধারণ করবে প্রিমিয়ার লিগের দলগুলি।

আরও পড়ুন: নাটকীয়ভাবে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন দীনেশ ত্রিবেদী

এবার ৮টি ফ্রাঞ্চাইজি দল সব মিলিয়ে স্কোয়াডে নিতে পারবে ৬১ জন ক্রিকেটারকে। এর মধ্যে দর পাবেন ২২জন বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ বেস প্রাইস  ২ কোটি টাকা রেখেছেন মোট ১০ জন ক্রিকেটার। দেড় কোটির বেস প্রাইস রেখেছেন ১২ জন। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ১৫ জনের। ৬৫ জনের বেস প্রাইস ৫০ লক্ষ। বাকিদের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। নিলামে উঠবেন সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেণ্ডুলকরও। তিনি নিজের বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ টাকা।

নিলামের তালিকায় বাংলা দল থেকে রয়েছেন ৭জন। তাঁরা হলেন- অনুষ্টুপ মজুমদার, অভিমণ্যু ঈশ্বরণ, প্রয়াস রায় বর্মণ, আকাশদীপ, সায়ন ঘোষ, বিবেক সিং এবং আমির গনি। সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন- কলিন ইনগ্রাম, মইন আলি, সাকিব আল হাসান, মার্ক উড, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, হরভজন সিং, কেদার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version