Friday, January 30, 2026

করোনা গাইডলাইন মেনে নিতে হবে পরীক্ষা, নির্দেশ CBSE বোর্ডের

Date:

Share post:

লকডাউন (Lockdown) পরবর্তী অধ্যায়ে অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক হয়েছে জনজীবন। প্রশ্নের মুখে শুধু শিক্ষা ব্যবস্থা। স্বভাবতই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান পড়ুয়া এবং অভিভাবকদের একটা বড় অংশ। সাময়িকভাবে সংশয় দূর করে কঠোরভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সিবিএসই (CBSE) বোর্ড। সেই সঙ্গে ২০২১- ২২ এর নয়া শিক্ষাবর্ষ এপ্রিলের ১ তারিখ থেকে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও খবর।

অনলাইনের পরিবর্তে অফলাইনেই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে৷ করোনা গাইডলাইন মেনে নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন। সিবিএসই পরীক্ষা নিয়ামক সনিয়াম ভরদ্বাজ বোর্ড অধীনস্ত স্কুলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নবম এবং একাদশ শ্রেণীর পঠনপাঠনে যে ঘাটতি রয়েছে তা চিন্হিত করতে হবে। সেই সঙ্গে সমস্যা কীভাবে সমাধান করা যায় সে ব্যাপারে নিতে হবে কার্যকরী ভূমিকা। পরীক্ষা নেওয়ার মাধ্যমে সমস্যা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে ঘাটতি পূরণে নেওয়া হতে পারে ব্রিজ কোর্সের সহায়তা। পরবর্তি সেশনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সে ব্যাপারে বলা হয়েছে স্কুলগুলিকে।

চলতি মাসের শুরুর দিকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সূচি ঘোষণা করেছিল বোর্ড। এরপরেই নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিল সিবিএসই। ভরদ্বাজ বলেছেন, বোর্ড দশম ও দ্বাদশের পরীক্ষার মে-জুনে নতুন করে নির্ঘন্টের সিদ্ধান্ত নিয়েছে কোভিড-১৯ অতিমারী জনিত অস্বাভাবিক পরিস্থিতির কারণে।

আরও পড়ুন-স্যানিটাইজার টানেল-থার্মাল গান, কোভিড বিধি মেনে রাজ্যজুড়ে শুরু স্কুলের পঠন-পাঠন

Advt

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...