Saturday, December 20, 2025

করোনা গাইডলাইন মেনে নিতে হবে পরীক্ষা, নির্দেশ CBSE বোর্ডের

Date:

Share post:

লকডাউন (Lockdown) পরবর্তী অধ্যায়ে অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক হয়েছে জনজীবন। প্রশ্নের মুখে শুধু শিক্ষা ব্যবস্থা। স্বভাবতই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান পড়ুয়া এবং অভিভাবকদের একটা বড় অংশ। সাময়িকভাবে সংশয় দূর করে কঠোরভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সিবিএসই (CBSE) বোর্ড। সেই সঙ্গে ২০২১- ২২ এর নয়া শিক্ষাবর্ষ এপ্রিলের ১ তারিখ থেকে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও খবর।

অনলাইনের পরিবর্তে অফলাইনেই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে৷ করোনা গাইডলাইন মেনে নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন। সিবিএসই পরীক্ষা নিয়ামক সনিয়াম ভরদ্বাজ বোর্ড অধীনস্ত স্কুলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নবম এবং একাদশ শ্রেণীর পঠনপাঠনে যে ঘাটতি রয়েছে তা চিন্হিত করতে হবে। সেই সঙ্গে সমস্যা কীভাবে সমাধান করা যায় সে ব্যাপারে নিতে হবে কার্যকরী ভূমিকা। পরীক্ষা নেওয়ার মাধ্যমে সমস্যা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে ঘাটতি পূরণে নেওয়া হতে পারে ব্রিজ কোর্সের সহায়তা। পরবর্তি সেশনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সে ব্যাপারে বলা হয়েছে স্কুলগুলিকে।

চলতি মাসের শুরুর দিকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সূচি ঘোষণা করেছিল বোর্ড। এরপরেই নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিল সিবিএসই। ভরদ্বাজ বলেছেন, বোর্ড দশম ও দ্বাদশের পরীক্ষার মে-জুনে নতুন করে নির্ঘন্টের সিদ্ধান্ত নিয়েছে কোভিড-১৯ অতিমারী জনিত অস্বাভাবিক পরিস্থিতির কারণে।

আরও পড়ুন-স্যানিটাইজার টানেল-থার্মাল গান, কোভিড বিধি মেনে রাজ্যজুড়ে শুরু স্কুলের পঠন-পাঠন

Advt

spot_img

Related articles

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...