রাবণের লঙ্কায় ৫৫, মোদির রাম রাজত্বে ৯৫! পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

দেশজুড়ে পেট্রোল-ডিজেল ও গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব হলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রোড-শো থেকে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক। তাঁর কথায়, “সীতার নেপালে ৫০, রাবণের শ্রীলঙ্কায় ৫৫, আর মোদির রাম রাজত্ব ভারতে পেট্রোলের দাম ৯৫ টাকা।”

এখানেই শেষ নয়। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিষের অভিযোগ, “এরা মানুষকে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, কেউ পেয়েছেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য পরিষেবায় গোটা পৃথিবীতে নজির গড়েছেন। বিনা পয়সায় রাজ্যবাসীকে পরিষেবা দিচ্ছেন।” কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ যে মোদি সরকারের ভাওতা, সেটাও মমতা সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেন অভিষেক।

উল্লেখ্য, প্রতিদিন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছচ্ছে জ্বালানির দাম। আজ, শনিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩৭ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৭৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮২ টাকা ৩৩ পয়সা।

এই নিয়ে টানা পাঁচদিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। মাস দেড়েকের মধ্যে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৫৪ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৮৯ পয়সা।

শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৪৪ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮১ টাকা ৯৬ পয়সা।

বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৪ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩০ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ১৬ পয়সা। ডিজেলের দাম হল লিটারে ৮১ টাকা ৬১ পয়সা।

বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়ায় ৮৮ টাকা ৯২ পয়সা। ডিজেলের দাম লিটারে ছিল ৮১ টাকা ৩১ পয়সা।

এই প্রেক্ষাপটে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বুধবার সংসদে এই প্রসঙ্গটি তোলেন বিরোধীরা। সংসদে প্রশ্ন তোলে তৃণমূলও। সাফাই দেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।

পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের শাসক দলও অস্বস্তিতে, সম্প্রতি তার প্রমাণ মেলে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর গলায়। বাজেট পেশের পরের দিন সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স কার্ড পোস্ট করেন তিনি। তাতে লেখা ছিল, পেট্রলের দাম রামের ভারতে ৯৩ টাকা, সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় ৫১ টাকা।

ফের জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। এবার বিজেপির অস্ত্রে বিজেপিকেই বিঁধলেন অভিষেক। জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর কথাই ফুটে উঠল অভিষেকের কণ্ঠে!

আরও পড়ুন- সমর্থকদের ক্লাবের পাশে থাকার আবেদন করলেন সৃঞ্জয় বসু, ‘মোহনবাগান রত্ন’ পেলেন প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং

Advt

Previous articleসমর্থকদের ক্লাবের পাশে থাকার আবেদন করলেন সৃঞ্জয় বোস, ‘মোহনবাগান রত্ন’ পেলেন প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং
Next articleতেইশে বৈশাখ! রবি ঠাকুরের জন্মস্থানের পরে জন্মদিনও ‘পাল্টে’ দিল মোদি সরকার