বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী। এবার পরীক্ষার ঠিক আগে বিশ্বভারতীর (Visva Bharati) সঙ্গীত ভবন থেকে উধাও হয়ে গেল প্রশ্নপত্র। যার জেরে ফলে বন্ধ রাখতে হয়েছে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা। এই ঘটনায় সঙ্গীত ভবনের নিরাপত্তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। পাশাপাশি, ফের একবার সমালোচনার মুখে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি।

১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র নাটক ও ধ্রুপদী সঙ্গীতের পরীক্ষা ছিল। কিন্তু এই বিষয়গুলির প্রশ্নপত্র হারিয়ে যাওয়ার কারণে আপাতত বাতিল করা হল পরীক্ষা। পরিস্থিতি দেখে অনেকেরই পাল্টা অভিযোগ, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ভয়ে পরীক্ষা বাতিল করেছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর সঙ্গীত ভবনের অধ্যক্ষ জানিয়েছেন, রবীন্দ্র সংগীত, নৃত্য ও নাটক বিভাগের প্রধান কে সুনিতা দেবীর ঘর থেকে চুরি গিয়েছে এই প্রশ্নপত্র। যদিও অধ্যাপিকার বিরুদ্ধে কোনও রকম অভিযোগ করতে চায়নি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন- জোটে আনতে ১৬ তারিখের কং-বাম বৈঠকে ডাকা হলো আব্বাস সিদ্দিকিকেও