শীত-বসন্ত-গ্রীষ্ম, তিন ঋতুর দেখা মিলবে এবারের ভ্যালেন্টাইন্স ডে তে!!

শীত উধাও(winter ends its innings)। তবে ভোরের দিকে সামান্য শিরশিরানি রয়েছে। তাই গায়ে হালকা চাপা দিতেই লাগে। বেলা বাড়তেই গরম। সারাদিন ঘেমে নেয়ে ফের সন্ধ্যেবেলায় বসন্তের ছোঁয়া। এই চলছে এখন কলকাতার আবহাওয়া(weather of Kolkata)। আবহাওয়া অফিস জানিয়েছে এইরকম এইরকম ঠান্ডায় গরমে থাকবে আরো বেশ কয়েকদিন। সরস্বতী পুজো(Saraswati Puja) এবং ভ্যালেন্টাইনস ডে (valentines Day)পার হয়ে গেলে কলকাতার দখল নেবে গ্রীষ্মকাল। তখন শুধু গরম আর গরম।

শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও খানিকটা বাড়বে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস। আকাশ খানিকটা মেঘলা মনে হলো বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিন ভোরের দিকে বা রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনভর পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

Advt

Previous articleফের বিপর্যয়ের আশঙ্কা উত্তরাখণ্ডে, ‘বিপজ্জনক’ হ্রদকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ
Next articleবাজেটের ৭দিনের মধ্যেই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের