টিভি সিরিয়ালকে টেক্কা দিচ্ছে যাত্রা, প্রশংসায় কুণাল ঘোষ

জনপ্রিয় টিভি ( tv serial) সিরিয়ালগুলিকে টেক্কা দিয়ে দর্শক ধরে রাখছে যাত্রা। এই কঠিন কাজের কৃতিত্ব তাঁদের প্রাপ্য। রবিবার যাত্রা ( jatra festival) উৎসবের একটি অনুষ্ঠানে গিয়ে একথা বলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ( kunal ghosh)। যাত্রার পৃষ্ঠপোষকতার জন্য রাজ্য সরকারের প্রশংসা করেন তিনি।

পরে এনিয়ে একটি ফেস বুক পোস্ট করেন কুণাল। তিনি লিখেছেন-

টিভি সিরিয়ালগুলিকে টেক্কা দিয়ে চলছে যাত্রার অভিযান। দারুণ।

যাত্রা উৎসবের একটি অনুষ্ঠানে। রবিবার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। “প্রতিমার চোখে জল” পালার সম্বর্ধনা। সৌজন্যে পিয়া দাস।

সরকারি আধিকারিক তপন সরকারের সঙ্গে কথা হচ্ছিল। লকডাউন পর্বের পর ফের ঘুরে দাঁড়াচ্ছে যাত্রাশিল্প।
এঁদের আরেকটি বড় কৃতিত্ব, টিভির তথাকথিত জনপ্রিয় মেগাসিরিয়ালগুলিকে হার মানিয়ে দর্শক ধরে রাখার লড়াইতে এঁরা সফল।

আমার শৈশবে দেখা প্রথম যাত্রা শান্তিগোপালের ” কমরেড লেনিন”। পরেও কিছু দেখেছি। তারপর হয়ে ওঠেনি বা ওঠে না। সিনেমা, টিভি দেখার সময়ও কমে গেছে। তবে মন বলে প্রযুক্তি যতই এগিয়ে চলুক, বিনোদনের যত রকম রূপই আসুক, মাটির গন্ধমাখা যাত্রা আমাদের সংস্কৃতির শিকড় আঁকড়ে থাকুক চিরকাল।

রোজ একটি পালা চলছে। সঙ্গে অনুষ্ঠান। রবিবার 14 ফেব্রুয়ারি পালার আগে হল ” যাত্রায় প্রেমের গান।” শিল্পী, কলাকুশলীরা জমিয়ে রেখেছেন আসর।

পিয়াদি ছিলেন। সুজাতা এলো। নবনীল, সমতা, অরূপ, মঞ্জিলরা সুন্দরভাবে চালালেন অনুষ্ঠান।

কিছুক্ষণ ছিলাম। ভালো লাগল।

Advt

Previous articleরাজ্যে ফের ‘গোলি মারো’ স্লোগান, কাঠগড়ায় ভিএইচপি
Next article‘করোনা-কালে জনগণের টাকা লুঠ করেছেন মোদি’, অসমে আক্রমণাত্মক রাহুল গান্ধী