Monday, August 25, 2025

আগামী ১৮ ফেব্রুয়ারি  রাজ্যজুড়ে  রেল অবরোধের(rail roko ) ডাক দিল ডি ওয়াই এফ আই(DYFI)। ডি ওয়াই এফ আই(DYFI) কর্মী km মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু তদন্তের দাবিতে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে বাম ছাত্র-যুব নেতৃত্ব। জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে । ১৮ তারিখ রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে । পাশাপাশি এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে বাম নেতৃত্ব।

এদিকে, মইদুলের মৃত্যুর প্রতিবাদে সোমবার মৌলালিতে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ সমাবেশকে ঘিরে ফের রণক্ষেত্র হয় শিয়ালদহ এলাকা। ওই সমাবেশ থেকে পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই অভিযোগে ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, এই তালিকায় রয়েছে এসএফআই (SFI) নেতা সৃজন ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে সরাসরি পুলিশকে

মারার অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩২৪, ৩৩২ ধারা অর্থাৎ সরকারি কর্মীদের কাজে দখলদারির জন্য তার নামে মামলা রুজু করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্যের অধিকার, চাকরির প্রতিশ্রুতি-সহ একাধিক দাবিতে নবান্ন অভিযান চালায় বাম ছাত্র-যুব নেতৃত্ব। পুলিশ তাতে বাধা দিতে গেলে ধর্মতলা চত্বরে দু’পক্ষ জড়ায় হাতাহাতিতে। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামানে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। লাঠিচার্জের জেরে আহত হন বেশ কয়েকজন। তারই মধ্যে বাঁকুড়ার ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয় সোমবার সকালে, কলকাতার নার্সিংহোমে। এরপর বিক্ষোভের আগুনে কার্যত ঘি পড়ে। বামেদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে মইদুলের। এটা পরিকল্পিত খুন।

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version