Sunday, August 24, 2025

পারিবারিক সমস্যা তুলে কেন দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে? শোভন–বৈশাখীকে প্রশ্ন বিজেপির

Date:

ফের কি শোভন( Sovan Chatterjee)–বৈশাখী ( Baishakhi Banerjee) জুটির সঙ্গে দূরত্ব তৈরি হতে চলেছে বঙ্গ বিজেপির (BJP)? আবার কি দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের একটা অংশের সঙ্গে সংঘাত বা ঠাণ্ডা লড়াই শুরু হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তাঁর বিশেষ বান্ধবীর সঙ্গে? রাজনৈতিক মহলে এখন এই আলোচনাই ঘোরাফেরা করছে।
গেরুয়া শিবিরের একটি সূত্রের খবর, রাজনৈতিক কর্মসূচিতে পারিবারিক সমস্যাগুলি (Family Matter) নিয়েই যেন বেশি আগ্রহ দেখাচ্ছে এই জুটি। বিধানসভা ভোটের (Assembly Election) আগে আগে প্রকাশ্যে জনসভায় কিংবা র‌্যালিতে (Rally) ব্যক্তিগত ও পারিবারিক কেচ্ছাকেই তুলে আনছেন শোভন-বৈশাখী। যার সঙ্গে দূর দূর পর্যন্ত বিজেপি বা রাজনীতির কোনও সম্পর্ক নেই। খুব স্বাভবিকভাবেই জনমানসে তার নেতিবাচক প্রভাব পড়ছে। এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলেরই। সুবিধা পেয়ে যাচ্ছে বিরোধীরা।

জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করা হয়েছে। কড়া বার্তা দেওয়া হয়েছে দু’জনকেই।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সরাসরি শোভন-বৈশাখীকে ডেকে কিছু না বললেও তাঁদের চারপাশে থাকা অন্য নেতৃবৃন্দের মাধ্যমে দু’জনের কাছেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আগামীদিনে যেন দলীয় কর্মসূচিতে কিংবা বিজেপির মঞ্চ থেকে রাজনীতির বাইরে ব্যক্তিগত ও পারিবারিক কেচ্ছা নিয়ে তাঁরা যেন মুখ না খোলেন।

সম্প্রতি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভনবাবুর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। আবার দু’জনেই শোভনবাবুর শ্বশুর তথা মহেশতলার বিধায়ক দুলাল দাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যেখানে পারিবারিক কেচ্ছার কাহিনীও নগ্নভাবে উঠে আসছে জনসমক্ষে। যা মানুষ ভালোভাবে নিচ্ছে না বলেই খবর পেয়েছে গেরুয়া শিবির।

স্ত্রী রত্না কিংবা শ্বশুর দুলাল দাস নয়, রায়দিঘিতে দলীয় সভা মঞ্চ থেকে শোভন তাঁর “পারিবারিক বন্ধু” বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গেও করুচিকর মন্তব্য করেন। যার দরুণ দেবশ্রী রায় শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানি মামলাও করেছেন। এই বিষয়টিকেই ভাল নজরে নিচ্ছেন না বঙ্গ বিজেপির প্রভাবশালী নেতাদের একাংশ। সব মিলিয়ে ভোটের আগে নতুন করে শোভন-বৈশাখী জুটি নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। দেওয়া হয়েছে কড়া বার্তা।

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version