Tuesday, August 26, 2025

বামেদের টলিউড চমক, টালিগঞ্জে সিপিএম প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ

Date:

তৃণমূল(TMC)-বিজেপি’র (BJP) পথে হেঁটেই এবার বিধানসভা নির্বাচনে (Assembly Election) টলিউডের (Tollywood) চমক দিতে চলেছে বামফ্রন্ট (Left front)। সিপিএম (CPIM) সূত্রে খবর, বাংলা টেলিভিশন সিরিয়াল ও সিনেমার পরিচিত অভিনেতা (Actor) দেবদূত ঘোষ (Debdoot Ghosh) এবার প্রার্থী (Candidate) হচ্ছেন টালিগঞ্জ (Tollygunj) কেন্দ্র থেকে। বাম-কংগ্রেস আসন সমঝোতা কার্যত চূড়ান্ত। অপেক্ষা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে “মহাজোট” প্রক্রিয়া ঝুলে থাকলেও, আগামী এক সপ্তাহের মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড আছে বামেদের। সেই সমাবেশের আগেই মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে আসন বন্টন ও প্রার্থী তালিকা। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই প্রকাশ করা হবে সেই তালিকা। তবে জোটের সামগ্রিক আসন বন্টন যেমনই হোক না কেন, টালিগঞ্জ আসনে যে সিপিএম প্রার্থী দাঁড় করবে, সেটা একশো শতাংশ নিশ্চিত। এবং সেখানেই অভিনেতা দেবদূত দৌড়ে সবচেয়ে এগিয়ে বলে জানা গিয়েছে।

দেবদূত আগে কখনও সক্রিয় রাজনীতিতে না থাকলেও বামপন্থী মনোভাবপন্ন বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। বামপন্থী পরিবারে বড়ো হয়ে ওঠা তাঁর। দেবদূতের বাবা সক্রিয় সিপিএম নেতা ছিলেন। সিপিএম কাউন্সিলারও ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে খুব কম ভোটে হেরেছিলেন সিপিএম প্রার্থী। এই এলাকায় বামেদের সংগঠনও ভালো। টালিগঞ্জ কেন্দ্রকে এবার তাই বাড়তি গুরুত্ব দিয়ে পাখির চোখ করেছেন বিমান বসুরা। আলিমুদ্দিনের খবর, দেবদূত ঘোষের সঙ্গে ইতিমধ্যেই পাকা কথা হয়ে গিয়েছে সিপিএম নেতাদের। তিনিও নাকি প্রার্থী হতে রাজিও হয়েছেন। এখন দেখার, শেষ পর্যন্ত কী হয়!

আরও পড়ুন- মন্ত্রীর ওপর হামলা নিয়ে আলোচনা, রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version