Friday, November 14, 2025

রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

শীত বিদায় নিচ্ছে বঙ্গবাসীর কাছ থেকে তা বোঝাই যাচ্ছে। একবারে ঠান্ডার আমেজ নেই। গরম পড়া এখন সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে, ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। সপ্তাহের একদম শেষে বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। হাওয়া অফিসের এক কর্তা জানিয়েছেন, পশ্চিমের কিছু জেলায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-নাসার মঙ্গলযানে লালগ্রহে পাড়ি বঙ্গসন্তানদের ‘নাম’

জেলার তাপমাত্রা জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি। বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৮.৪ ডিগ্রিতে। ব্যারাকপুরের তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। বহরমপুরে পারদ নেমেছে ১৮.৬ ডিগ্রিতে। বর্ধমানের তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। কাঁথির পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের তাপমাত্রা ৬.৮ ডিগ্রিতে। ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৯.৪ ডিগ্রিতে। দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৪ ডিগ্রি। দমদমের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি। হলদিয়ার তাপমাত্রা ১৯ ডিগ্রি। জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১৫.৪ ডিগ্রি। কালিম্পঙে ৭.৫ ডিগ্রি। কৃষ্ণনগরের তাপমাত্রা ১৭ ডিগ্রি। মালদহে ১৮.৩ ডিগ্রি। মেদিনীপুরের তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি। পানাগড়ে ১২.২ ডিগ্রি। পুরুলিয়ায় ১৩.১ ডিগ্রি। সল্টলেকে ২০ ডিগ্রি। শিলিগুড়ির তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি। শ্রীনিকেতনে ১৮.২ ডিগ্রি।

Advt

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...