রবিবার ইডেনে বিজয় হাজারের( vijay hazare) অভিযান শুরু করতে চলেছে বাংলা( bengal)। প্রথম ম্যাচে বাংলার মুখোমুখি সার্ভিসেস( services) । রবিবার সার্ভিসেসের বিরুদ্ধে নামার আগে সর্তক বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার( anustup majumder)।

এদিন প্রথম ম্যাচ নিয়ে অনুষ্টপ বলেন,” এবার রঞ্জি ট্রফি নেই। তাই প্রতিযোগিতা জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই জন্য মুস্তাক আলির ব্যর্থতা ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। তবে সেই ভুলগুলো কিন্তু কিছুতেই এই ম্যাচে করা যাবে না। সেটা নিয়ে সতীর্থদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আশা করি সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাই আমরা এবার নতুন উদ্যমে শুরু করতে পারব।”

মুস্তাক আলি টি-২০ তে দলের বোলিং লাইন বেশ প্রশংসা কুড়িয়ে ছিল। রবিবার ম্যাচে ইশান পোড়েল,আকাশ দীপরা ভাল প্যরফমেন্স করবে বলেই মনে করছেন অনুষ্টুপ।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকা

