বাংলায় হোক কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা, দাবি বাংলা পক্ষর, সমর্থন লেখকদের

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার মাধ্যম বাংলা করতে হবে, এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বাংলা পক্ষ। শুধু ইংরাজি এবং হিন্দি কেন হবে বাংলা কেন নয় জানাচ্ছে তারা। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার মাধ্যমে বাংলা ভাষাকেও রাখার দাবিকে সমর্থন করলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি জয় গোস্বামী এবং গায়ক সিধুও।

কেন্দ্রের চাকরির পরীক্ষার মাধ্যম বাংলা করা কথা নিয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুললেন শিক্ষাবিদ পবিত্র সরকার। স্মরণ করলেন ভাষার অধিকার রক্ষায় শহিদদের। তিনি বলেন, এ প্রজন্মের উচিত সমস্ত প্রাদেশিক ভাষাকে প্রাধান্য দেওয়া। সরকারি পরীক্ষাতে শুধু হিন্দি ইংরাজি নয়, বাংলা সহ অন্যান্য ভাষাকে মাধ্যম করা উচিত কেন্দ্রের।

Advt

আরও পড়ুন-বাংলা নিজের মেয়েকেই চায়: নয়া স্লোগানে নাগরাকাটা মাতালেন অভিষেক

উল্লেখ্য, এই ইস্যু নিয়ে তিন বছর ধরে লড়াই করছে বাংলা পক্ষ। এবার তাদের এই আন্দোলনের পাশে দাঁড়ালেন লেখক, কবি এবং শিক্ষাবিদরা। শীর্ষেন্দু বললেন, শুধু হিন্দি এবং ইংরাজি থাকা ঠিক নয়। একমাত্র ইংরাজি থাকলে তবু মেনে নেওয়া যেত। কিন্তু হিন্দি থাকলে বাংলাও থাকা উচিত।

Previous articleতৃতীয় টেস্টে নামার আগে ভারতকে হুঙ্কার উডের
Next articleভোটের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী