Wednesday, August 27, 2025

‘বিজেপিকে একটিও ভোট নয়’ ফের পোস্টার ঘিরে চাঞ্চল্য হুগলিতে

Date:

‘বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট আরএসএস, বিজেপি-র বিরুদ্ধে বাংলা’ হুগলিতে এই পোস্টারে ছয়লাপ। আর কিছুদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে সেখানে, তার আগেই এমন পোস্টার পড়ায় শুরু হয়েছে চাপানউতর।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “বিজেপি এবং তার সহযোগীরা ফ্যাসিস্ট। তাই তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। বামপন্থীরাও পথে নেমে প্রতিবাদ করছে। যাঁরা গণতন্ত্র মানেন, তাঁরা বিজেপি-র বিরুদ্ধে সরব হবেন, এটাই স্বাভাবিক।” বিজেপি-কে ভোট না দেওয়া প্রসঙ্গে যে পোস্টার পড়েছে, তা নিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন, “রাজ্যের মানুষ কাকে ভোট দেবে, সেটা তাঁরা ঠিক করে নিয়েছেন। নির্বাচনেই সব পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন : বিদায়ের পথে কোভিড? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা

অন্যদিকে, ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল উত্তরপাড়ায়। সরস্বতী পুজোর আগেই উত্তরপাড়া-সহ শ্রীরামপুরের একাধিক জায়গায় ওই পোস্টারে লেখা হয় পুজোর দিন যুগলদের এক সঙ্গে ঘুরতে দেখলেই ‘কড়া ব্যবস্থা’ নেওয়া হবে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল বজরং দলের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে এই পোস্টার দেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেছে। এ বার সেই ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল।

উত্তরপাড়ার সেই পোস্টারে লেখে হয়েছে,’ভালবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার।’ পোস্টারের মধ্যেই নীচে লেখা ‘ভগৎসিং যুব ব্রিগেড’। এখন এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পোস্টার পড়ার ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, “যাঁদের পায়ের তলায় মাটি চলে গিয়েছে, তাঁরা ভগৎ সিংয়ের নাম করে হুঙ্কার দিচ্ছে। তার মধ্যে তৃণমূলই প্রধান।”

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version