Wednesday, January 14, 2026

‘ভীতু-কাপুরুষ নই’, স্ত্রীকে CBI নোটিসের পর আইনে আস্থা রেখে বার্তা অভিষেকের

Date:

Share post:

কয়লা দুর্নীতির(Cole scam) তদন্তের সূত্র ধরে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়(Rujira Banerjee) ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতির মাঝেই এবার নাম না করে বিজেপির(BJP) দিকে অভিযোগের আঙুল তুলে কড়া বিবৃতি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, যদি ওরা ভাবে এই ধরনের ষড়যন্ত্রের রাজনীতি করে আমাদের ভয় দেখাবে, তাহলে ওরা ভুল ভাবছে।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এক মামলার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) সমন জারি করেছে বিধান নগরের বিশেষ আদালত। এর ঠিক পর কয়লা তদন্তের সূত্র ধরে অভিষেকের স্ত্রীকে নোটিস পাঠিয়েছে সিবিআই। বঙ্গ নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। এহেন অবস্থায় এক বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ দুপুর দুটোয় সিবিআই আমার স্ত্রীকে একটি নোটিস পাঠিয়েছেন। দেশের আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওরা যদি ভাবে এই ধরনের পন্থা অবলম্বন করে আমাদের ভয় দেখাবে তবে তারা ভুল ভাবছে। কোনওরকম ষড়যন্ত্রের সামনে মাথা নত করার মত কাপুরুষ আমরা নই।’

উল্লেখ্য, গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে রাজ্যে কয়লা দুর্নীতি তদন্ত করছে সিবিআই। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই কয়লা মাফিয়া লালাকে গ্রেফতার করেছে সিবিআই আধিকারিকরা। সেই সূত্র ধরেই রবিবার অভিষেকের বাড়ি গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ধরায় সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, লালাকে জিজ্ঞাসাবাদের পর এবং সেখান থেকে প্রচুর তথ্য ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সূত্র ধরে সিবিআইয়ের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর অ্যাকাউন্টে কিছু টাকা লেনদেনের কথা প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। তার ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য এদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস পাঠিয়ে আসেন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। তবে অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে কীসের ভিত্তিতে কত টাকা গিয়েছিল তদন্তের দোহাই দিয়ে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই জানাতে চায়নি সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের

অন্যদিকে, ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের এহেন নোটিস পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে তৃণমূল। গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যেভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা দখলে ঝাঁপিয়েছেন, যেভাবে তাঁরা বিভিন্ন সভা থেকে অভিষেককে আক্রমণ করেছেন, তাতে এটা প্রত্যাশিতই ছিল। বিজেপির সব শরিক দল ছেড়ে গিয়েছে।একমাত্র অনুগত রয়েছে সিবিআই আর ইডি।’

Advt

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...