Thursday, August 28, 2025

ভোটের আগেই এই জেলায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন প্রান্তে চলছে টহলদারি

Date:

এখনও ঘোষণা হয়নি বিধানসভা নির্বাচনের দিন। তার আগে শনিবারই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছেছে জওয়ানরা। ইতিমধ্যেই কেশপুরের বিভিন্ন প্রান্তে টহলদারি দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন এবং প্রার্থী ঘোষণার আগে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার ছবি যাতে না ওঠে সেই কারণে জেলার বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছেন জওয়ানরা।

এর আগেও লোকসভা-বিধানসভা ভোটে দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে রাজনৈতিক প্রতিহিংসার ছবি। তাই এবারের বিধানসভা ভোটের আগে যাতে রাজনৈতিক প্রতিহিংসার ছবি না দেখা যায় তাই কেশপুর এলাকায় আগেভাগেই টহলদারি দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গেও কথা বলছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন-ডোমজুড়ে ফের গো ব্যাক স্লোগানের মুখে রাজীব

চলতি মাসেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, ২৫ ফেব্রুয়ারির মধ্যেই CRPF, BSF, SSB, CISF, ITBP-র জওয়ানরা ভোট ঘোষণার আগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে ৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে রবিবার কেশপুরে ১ কোম্পানি উপস্থিত হয়েছে। বাকি জেলার অন্য থানাতেও রবিবার অথবা সোমাবার মধ্যে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version