Tuesday, May 13, 2025

৬৬ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ হুগলির ডেলিভারি বয়ের বিরুদ্ধে

Date:

Share post:

৬৬ জন মহিলাকে ধর্ষণ। ধর্ষক অনলাইন বিপণির ডেলিভারি বয়। বিভিন্ন ধরণের দ্রব্য ডেলিভারির পর পরিষেবার ফিডব্যাক নেওয়ার নাম করে মহিলাদের ফোন নম্বর নিত ব্যান্ডেল নিবাসী বিশাল বর্মা। তার পর তাদের সঙ্গে ভাব, জমানো ভিডিও কলে কথা বলা শুরু করত সে। ভিডিয়ো কল করে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবির স্ক্রিন শট জমিয়ে রাখত বিশাল। তার পর সুযোগ বুঝে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে একের পর এক মহিলাকে ধর্ষণ করত। এই ফাঁদ পেতে ৬৬ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিশাল বর্মার বিরুদ্ধে। ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, হুগলির ব্যান্ডেলের সেই দুই যুবককে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে বিচারক দুই অভিযুক্তকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

চুঁচুড়ার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে কেওটা ত্রিকোণ পার্ক এলাকায় গিয়ে বিশালকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। বিশাল বর্মার এক বন্ধু সুমন মণ্ডলকেও এই কুকীর্তিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-‘টুকলি’ করে বিজেপির প্রচার-গান! সরব সোশ্যাল মিডিয়া

চুঁচুড়ার ওই মহিলাকে ফ্লিপকার্টের ডেলিভারি দিতে গিয়েছিল বিশাল। এরপর ফিডব্যাকের নামে ফোন নম্বর চেয়ে নেয় সে। সেখান থেকেই মেসেজ করে বন্ধুত্ব। তারপর ভিডিও কলে চলে ঘণ্টার পর ঘণ্টা কথা। ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। ওই মহিলার অভিযোগ, ভিডিও কলের স্ক্রিনশট দেখিয়েই ব্ল্যাকমেল করে তাঁকে বাড়িতে ডাকে বিশাল। চলে ধর্ষণ। এরপর বন্দুক দেখিয়ে সমস্ত গয়নাও হাতিয়ে নেয় সে। সেই ওই মহিলাকে বলে, এটি তার ৬৬ নং শিকার। অর্থাৎ এর আগে ৬৫ জনকে ধর্ষণ করেছে সে।

Advt

শনিবার রাতে চুঁচুড়া থানার পুলিশ বিশালকে গ্রেফতার করে। বিশালের ঘরে তল্লাশি করে অসংখ্য মহিলার ছবি পেয়েছে পুলিশ। বিশালের মোবাইলে রয়েছে অজস্র ভিডিও যেখানে সে বন্দুক তাক করে মহিলাদের শাসাচ্ছে। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল চিপও উদ্ধার করেছে পুলিশ। বিশালের মোবাইলে পাওয়া ছবি দেখে সুমন মণ্ডল নামে তার এক সহোযোগীর সন্ধান পায় পুলিশ। সুমন পেশায় রং মিস্ত্রি। সে-ও কেওটারই বাসিন্দা। মাস চারেক আগে বিয়ে করেছে সুমন। সুমনের পরিবারের সদস্যদের দাবি, এ সব তাঁরা কিছুই জানতেন না।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...