Tuesday, December 2, 2025

বাঙালি ও বাঙালিয়ানা নিয়ে মনোগ্রাহী একটি আয়োজন রোটারি সদনে

Date:

Share post:

বাঙালিতে বাঙালিতে ভেদাভেদ আর রাজনীতির মারপ্যাঁচ দেখে মানুষ ক্লান্ত, বিধ্বস্ত । কিছুটা সেই কারণেই বেঙ্গল ফোরাম ফর ইনটেলেকট অ্যান্ড কালচার BFIC আয়োজন করেছিল একটি আলোচনা চক্র রোটারি ক্লাবের সঙ্গে যৌথভাবে । একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে , রোটারি সদনে, বাংলা আর বাঙালি নিয়েই .. তবে একটু অন্যভাবে ।

গ্রাম্য উপভাষার অবহেলা থেকে হিন্দির আগ্রাসনের ভয় , রাজনৈতিক বনাম সাংস্কৃতিক বাঙালিযানা , ধর্ম না ভাষা .. বাঙালির কাছে কোনটা আগে , বাংলায় আরেকটা নবজাগরণের প্রয়োজন আর তার পথ কী .. বাঙালি পাঠক বা শ্রোতার রুচির বিবর্তন , পড়শি দেশ বাংলাদেশের তুলনায় আমরা নিজেদের মাতৃভাষা কে কতটা ভালবেসেছি.. বেশি বাঙালি হলে কি কম ভারতীয় হয়ে যাবো .. এমন কত প্রশ্ন নিয়ে উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় । উত্তর দিচ্ছিলেন চন্দ্র কুমার বসু , ডাঃ কুনাল সরকার , ঋতব্রত ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় , পাপিয়া অধিকারী , হরিপদ ভৌমিক , গৌতম দে , চন্দ্রাবলী রুদ্র দত্ত , মধুরিমা দত্ত চৌধুরী , দীধিতি চক্রবর্তী , নীলাঞ্জনা মজুমদার প্রমুখ । এছাড়াও ছিলেন বিশিষ্টরা, রোটারি সদন প্রেক্ষাগৃহ ভরে ।
‘ বাংলা, বাঙালি ও বাংলা ভাষা’ নিয়ে এই আলোচনায় মানুষের উৎসাহ ছিল বাঁধভাঙা । পরিশেষে আলোচনা থেকে উঠে এল যে, ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় । বাঙালি বা বাঙালিয়ানা নিয়ে হওয়া উচিত একটি আর্কাইভ , একটি পুরস্কার , বা একটি পাঠ্যক্রম । দেশে, প্রবাসে । কেন রাজনৈতিক নয় , সাংস্কৃতিক বাঙালিয়ানাটাই পথ এবং বিশ্বের ৩০ কোটি বাংলাভাষী মানুষ হয়ে উঠুক একটি বৃহৎ পরিবার । নতুন এক সূর্যোদয় দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তের সীমানায় । নতুন করে জেগে উঠুক সেই জাতি। যে ইতিহাসে বারবার ভারতকে পথ দেখিয়েছিল। ধর্ম-মত-জাতপাত-রাজনৈতিক বিভেদ ভুলে সবার উপর বাঙালি হোন, বাঙালিদের জয় অবশ্যম্ভাবী ।

Advt

spot_img

Related articles

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...