সিরি এ (serie a) লিগে দুরন্ত জয় পেল জুভেন্তাস( juventus)। সোমবার রাতে তারা ৩-০ গোলে হারাল ক্রোটনকে( fc crotone) । ম্যাচে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর( cristiano ronaldo) । এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে জুভেন্তাস।

ম্যাচে এদিন শুরু থেকেই একপেশে লড়াই চালায় জুভেন্তাস। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে জুভে ১-০ গোলে এগিয়ে দেন রোনাল্ডো। প্রথমার্ধে শেষ লগ্নে জুভেন্তাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমন ধরে রাখে জুভে। ম্যাচের ৬৬ মিনিটে জভেন্তাসকে ৩-০ গোলে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি।

আরও পড়ুন:মোতেরায় একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট
