গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

গৃহবধূকে ধর্ষণের দায়ে সাত বছরের কারাদন্ড হল এক কবিরাজের। সন্তানের আশায় ওই কবিরাজের কাছে গিয়েছিল গৃহবধূ। পুজোর আছিলায় গৃহবধূকে(housewife) ধর্ষণ করেছিল কবিরাজ। সোমবার অভিযুক্ত কবিরাজকে দোষী সাবস্ত করে মালদা আদালত। মঙ্গলবার কবিরাজের সাজা ঘোষণা হয়। যেখানে আদালতের(Court) তরফে জানিয়ে দেওয়া হয় ওই কবিরাজকে সাত বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করা হল। অনাদায়ে আরও ছয় মাসের জেল।

উল্লেখ, হব্বিপুর থানার হালদার পাড়ার বাসিন্দা এক আদিবাসী দম্পতির সন্তান হচ্ছিল না। ২০১৪ সালের ২৭ মে এক কবিরাজের কাছে যায় তারা। মালদা থানার মোহনবাগান এলাকার বাসিনদা কৃষ্ণপদ সুত্রধর নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে দম্পতির বাড়ি যায়। সন্তান লাভের জন্য বাড়িতে পুজো করতে বলে। দুই মহিলা দিয়ে বাড়িতে পুজোর জন্য বলে। ওই দম্পতি তাদের ভাইয়ের স্ত্রীকে ডাকে পুজোর জন্য। প্রথমে তাদের ভাইয়ের স্ত্রীকে নিয়ে পুজো শুরু করে কবিরাজ। পরে ওই গৃহবধূকে ডাকে। সেই সময় তার স্বামী কাজে বাড়ির বাইরে চলে যায়। মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে কবিরাজ। পরে গৃহবধূ হব্বিপুর থানায় অভিযোগ দায়ের করে। প্রায় ছয় বছর পর রায় ঘোষনা হয় এই মামলায়। দোষীর শাস্তি নিশ্চিত হওয়ার পর খুশি মহিলার পরিবারের লোকেরা।

Advt

Previous articleডানলপে মমতার সভায় তৃণমূলে যোগ একঝাঁক তারকার
Next articleভোটের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ প্রধান শিক্ষকদের সংগঠন