মহিলাদের আত্মহত্যা লাগামছাড়া, রুখতে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান

জাপানে মহিলাদের আত্মহত্যা যেভাবে বাড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তিত জাপান সরকার । পরিসংখ্যান বলছে, কোভিড সংক্রমণের সময় এই হার লাগামছাড়া হারে বেড়েছে। তার মোকাবিলায় এ বার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান।

সম্প্রতি জাপান মন্ত্রিসভায় যোগ হয়েছে নয়া এই দফতর। মন্ত্রী হিসেবে দায়িত্বভার পেয়েছেন তেতসুশি সাকামোতো।

আরও পড়ুন- নিমতিতা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়,গ্রেফতার এক বাংলাদেশি
দায়িত্বভার নিয়ে তিনি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আমাকে মহিলা আত্মহত্যার হার কমানো দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখে একটি সুংসহত কৌশল তৈরি করতে নির্দেশ দিয়েছেন। সামাজিক একাকিত্ব ও নিভৃতবাস রুখতে এবং মানুষের মধ্যে পারস্পারিক বন্ধন আরও সুদৃঢ় করতে পারব।’ গত ১৯ ফেব্রুয়ারি এই একাকিত্ব দফতরের একটি অফিসও তৈরি করেছেন প্রধানমন্ত্রী সুগা।

বিবিসি-র একটি রিপোর্ট বলছে, গত ১১ বছরে জাপানে মহিলাদের আত্মহত্যার হার কম ছিল। কিন্তু ২০২০ সালে সেই হার মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে। কোভিডের বছরে মহিলাদের আত্মহত্যার হার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। ২০১৯ সালের অক্টোবরের তুলনায় ২০২০-তে বেড়েছে ৭০ শতাংশ।

Previous articleউদ্বোধনের দিনই মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম
Next articleব্রিগেডে মোদির সভায় ১০ লাখ জমায়েত করাতে ব্লু প্রিন্ট তৈরি করছে বিজেপি!