উদ্বোধনের দিনই মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম

উদ্বোধনের দিনই বদলে গেল বদলে গেল মোতেরা স্টেডিয়ামের ( motera stadium) নাম। নতুন নাম হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম( narendra modi stadium )। বুধবার ভারত-ইংল্যান্ড( india vs england) দিন-রাতের টেস্ট খেলতে নামবে এই স্টেডিয়ামে । এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( president of india ramnath kovind)ভূমিপুজো করে উদ্বোধন করলেন এই স্টেডিয়ামের। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (minister of home affairs ) অমিত শাহ ( amit shah)।

উদ্বোধনের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই মোতেরাকে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন নরেন্দ্র মোদি( narendra modi)। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু হয় মোতেরা স্টেডিয়ামের কাজ। দীর্ঘ ৫ বছরে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে সবচেয়ে বড় এই স্টেডিয়ামটি। এবার থেকে তা পরিচিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম হিসেবে।

আজ থেকে শুরু হতে চলা টেস্টের আগে ভারত ও ইংল্যান্ড দলের সকল ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

আরও পড়ুন:মোতেরায় প্রথম ম‍্যাচ, মন খারাপ সৌরভের, টুইট করে বললেন ‘মিস করব’

Advt

Previous articleনিখোঁজ ১৩৬ জনকে মৃত ঘোষণা উত্তরাখণ্ড সরকারের, ভেঙে পড়েছেন বাংলার ৩ যুবকের বাড়ির সদস্যরা
Next articleমহিলাদের আত্মহত্যা লাগামছাড়া, রুখতে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান