করোনা আবহে ভোট, নিয়মকানুনে কী কী বদল আনল কমিশন?

দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরলে এক দফায় ভোটগ্রহণ হবে। তবে অসম হবে ৩ দফায় ভোট এবং পশ্চিমবঙ্গে হবে ৮ দফায় ভোট। তবে করোনা আবহে ভোট হওয়ার কারণে ভোটের নিয়মকানুনে কিছু পরিবর্তন করল নির্বাচন কমিশন।

➡️ বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ ৫ জন যেতে পারবেন।

➡️ রোড শোয়ে সর্বোচ্চ ৫টি গাড়িতে অনুমতি।

➡️ সমস্ত ভোটকর্মীদের টিকা নিতে হবে।

➡️ সব বুথে ভোটগ্রহণ হবে একতলায়।

➡️ অতিরিক্ত ১ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে অর্থাৎ বিকেল ৫টার পরিবর্তে ভোট নেওয়া হবে ৬টা পর্যন্ত।

➡️ অনলাইনে প্রার্থীর নমিনেশন জমা দিতে পারা যাবে। প্রার্থী নিজে গিয়ে নমিনেশন জমা দিলে তাঁর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন।

➡️ বয়স্ক ভোটদাতাদের জন্য ‘অপশনাল’ হিসেবে রাখা হচ্ছে পোস্টাল ব্যালটও।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ২০১৬-র তুলনায় ৩১.৬৫ শতাংশ বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। বিহারেও এই ব্যবস্থা করেছিল কমিশন। বঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৭৭,৪১৩ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,০১,৯১৬ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-বাংলায় বুথের সংখ্যা বাড়ল ২৪৫০৩, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি

Advt

Previous articleডিএসপি হিমা, টুইটারে জানালেন মনের কথা
Next articleদলিতদের খুনিরাই বলছে দলিতদের নাগরিকত্ব দেবে! বিজেপিকে কটাক্ষ ব্রাত্যর