Saturday, August 23, 2025

ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল

Date:

ভোট ঘোষণা হয়েছে শুক্রবার ৷
আর শনিবারই নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷

বীরভূমের বোলপুরে শনিবার ‘কোয়াক’ চিকিৎসকদের এক সম্মেলনে হাজির ছিলেন অনুব্রত মন্ডল। ওই মঞ্চ থেকে ফের ‘খেলা হবে’ স্লোগানও দেন অনুব্রত মন্ডল!

আর এই স্লোগান যখন যখন চলছে তখন ওখানে উপস্থিত নির্বাচন কমিশনের (ECI) একাধিক অফিসার। শুধু হাজির থাকাই নয়, কমিশনের ওই অফিসাররা অনুব্রতর এদিনের গোটা সভার ভিডিওগ্রাফিও করেছেন।এই নজরদারির ঘটনার প্রতিক্রিয়ায় অনুব্রত স্পষ্ট বুঝিয়েছেন, এতে তাঁর কিছু যায় আসে না৷

শুক্রবার ভোট ঘোষণার পরেও অনুব্রত মন্ডল বলেছিলেন, “কাল থেকে খেলা হবে”৷ শনিবার সেইমতো ‘খেলতে’ নামেন তিনি৷ এদিনের সভায় ফের হুঙ্কারের সুরেই ‘খেলা হবে’ প্রসঙ্গ তোলেন অনুব্রত। তখনই প্রথম নজরে আসে সভায় হাজির নির্বাচন কমিশন। জানা গিয়েছে, কমিশনের তরফে অনুব্রত মন্ডলের গোটা সভার ভিডিওগ্রাফি করা হয়েছে৷ আর তারপরই জেলাজুড়ে প্রশ্ন উঠেছে, এবার কি ভোট ঘোষণামাত্রই অনুব্রত মন্ডলকে নজরবন্দি করা হল । প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতের প্রায় প্রতি ভোটেই অনুব্রত কমিশনের নজরবন্দি ছিলেন। কিন্তু আগে কখনই এভাবে তাঁর সভা ক্যামেরাবন্দি করা হয়নি।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সাফ মন্তব্য, “আমি চোর না ডাকাত যে আমাকে ঘরবন্দি করবে? যত আইন সব ওরাই জানে? সব আইন ওই দাড়িওয়ালার কাছে আছে? আমাদের কাছে কিছু নেই? সাধারণ মানুষ কি বোকা? নির্বাচন কমিশনের সামনে খেলা হবে নাকি? খেলা সবসময় হবে। রাতে হবে। বিকেলে হবে। ভোটের দিন বড় খেলা হবে!”
অনুব্রত যখন এই মন্তব্য করছেন, তখন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন প্রতিনিধিরা৷

আরও পড়ুন- সিপিএমের প্রার্থী তালিকায় JNU-এর ঐশী-দীপ্সিতা, কসবায় ফের তরুণ প্রজন্মের শতরূপ

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version