ভরা বসন্তে গরমে জেরবার শহরবাসী, সপ্তাহান্তে আরও ঊর্ধ্বমুখী পারদ

বিদায় নিয়েছে শীত। সপ্তাহের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রার পারদ। হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে। তেমনটাই হল। তাপমাত্রা পৌঁছাল ৩৬ ডিগ্রিতে। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা আরও বাড়বে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ ও ২২ ডিগ্রির আশেপাশে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.‌১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। ফলে এই বসন্তে এপ্রিল-মে মাসের গরমের অনুভূতি পাচ্ছে শহরবাসী।

পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম হাওয়া কিছুটা থাকায় জেলায় জেলায় শীতের আমেজ সকালের দিকে থাকছে। পূবালী হাওয়ার দাপট শুরু হলে গরম আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে ভরা বসন্তে বেশ খানিকটা গরম পড়বে। আপাতত শহরে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- রবিবাসরীয় বাম ব্রিগেডের বক্তা তালিকা চূড়ান্ত, ব্রাত্য গতবারের “চ্যাম্পিয়ন” দেবলীনা!

Advt

 

Previous articleশেষ ম‍্যাচেও হার ইস্টবেঙ্গলের
Next articleবামেদের ব্রিগেডে আসছেন লালু-পুত্র তেজস্বী, তবে মন পড়ে কালীঘাটে দিদির বাড়িতে