Sunday, August 24, 2025

ব্রিগেড-মঞ্চ থেকেই হবে মহাজোটের আনুষ্ঠানিক নামকরণ

Date:

Share post:

ভোট ঘোষণা পর একাধিক বিরোধী দল এক হয়ে ব্রিগেডে জনসভা করছে, অতীতে এমন ঘটনা বঙ্গ- রাজনীতিতে ঘটেনি৷ সেদিক থেকে রবিবারের বাম-কং-সিদ্দিকির(Cpim-Cong-Abbas)ব্রিগেড নিঃসন্দেহে ঐতিহাসিক ৷ রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে মরিয়া এই জোট৷ উদ্যোক্তা তিন পক্ষের দাবি, জমায়েতের নিরিখে আজ নতুন ইতিহাস তৈরি হবে৷ বাংলার রাজনৈতিক মহল, বিশেষত তৃণমূল, এই সমাবেশের দিকে নজর রাখছে৷

আজ ব্রিগেড-মঞ্চ থেকেই এই মহাজোটের আনুষ্ঠানিক নামকরণ হতে চলেছে৷ বামেদের এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছে কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট৷ ‘United Alliance’ বা ‘United Secular Alliance’ গোছের নাম ভাবা হয়েছে৷ এই নাম আজ ঘোষণা হতে পারে৷

এই ব্রিগেড থেকে নতুন কোনও চমক দেওয়ার পরিকল্পনা আপাতত নেই৷ জোর দেওয়া হয়েছে জমায়েতের দিকে৷ একুশের ভোটে এই জোটের প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি যে তাদের থেকে বহু যোজন এগিয়ে, তা জেনেই নজর দিয়েছে জমায়েতের দিকে৷ তাই জমায়েতকে ‘ঐতিহাসিক’ করে সেই নজির ভোটপ্রচারে ব্যবহার করতে চায় তিন শরিকই৷ একই সঙ্গে বার্তাও দিতে চায় এগিয়ে থাকা দুই শক্তিশালী প্রতিপক্ষকে৷

এদিন ব্রিগেডের সুর চড়ানো হবে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের বিরুদ্ধে৷ মূলত, সাম্প্রদায়িক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ তকমা সেঁটে দেওয়া হবে বিজেপি এবং তৃণমূলের গায়ে৷ আপাতত ঠিক আছে, আজকের ব্রিগেডে বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ডি রাজা, অধীর চৌধুরি, মহম্মদ সেলিম, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকি৷ আসার কথা তেজস্বী যাদবের৷ তবে এখনও তা নিশ্চিত হয়নি৷ সব বক্তাই এক সুরে আক্রমণ শানাবেন নরেন্দ্র মোদি-মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে। অসুস্থতার কারণে সশরীরে সভায় হাজির থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সমর্থকদের আবেগকে মর্যাদা দিতে তাঁর বার্তা পাঠ করার চেষ্টা এখনও চালাচ্ছে আলিমুদ্দিন।
অন্যান্যবারের তুলনায় এবারের ব্রিগেডের মঞ্চের আয়তন বেড়েছে অনেকটাই। মঞ্চে যেহেতু একাধিক দলের অনেক নেতাদের বসতে দিতে হবে, তাই এই ব্যবস্থা। মাইকের সংখ্যাও প্রায় শ’দেড়েক বেড়ে দাঁড়িয়েছে ৬২০। মঞ্চের পিছনেও দুটি পৃথক বসার জায়গা তৈরি হয়েছে ছাউনি সহ। গোটা ব্রিগেডে নজরদারি চালানোর জন্য থাকবে ড্রোন ক্যামেরাও।

Advt

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...