Sunday, August 24, 2025

নবান্ন অভিযানে হারানো স্বামীকে খুঁজতে ব্রিগেডে স্ত্রী সরস্বতী

Date:

নবান্ন অভিযানে(Nabanna Abhiyan) গিয়ে নিখোঁজ হয়েছিলেন স্বামী। ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দীপক পাঁজার(Dipak panja)। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। হারিয়ে যাওয়া DYFI কর্মী স্বামীকে খুঁজতেই রবিবার ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী সরস্বতী পাঁজা। মনে একরাশ আশা, চিরকাল বামপন্থায় বিশ্বাস রাখা দীপক হয়ত আসতে পারেন জমজমাট ব্রিগেড(Brigade) ময়দানে।

গত ১২ ফেব্রুয়ারি চাকরি শিক্ষা সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন। বামেদের সেই কর্মসূচিতে যোগ দিতে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন দীপক পাঁজা। তাঁর স্ত্রী সরস্বতীর দাবি অনুযায়ী, ১২ তারিখ সকাল ৯ টায় কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন দীপক। সন্ধেয় প্রতিবেশীরা জানান, ওই যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে কলকাতায় যাওয়া বাকি বাম কর্মীরা ফিরে এলেও ফিরে আসেননি দীপক। কোনওরকম ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ না হয়ে ওঠায় শেষমেষ পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পাশাপাশি, ডিওয়াইএফআই-এর তরফে আদালতে মামলা দায়ের করা হয়। তবে এতকিছুর পরও ওই বাম সমর্থকের কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। এমত অবস্থায় রবিবার ব্রিগেডের সমাবেশ সকলের অলক্ষ্যে উপস্থিত হন দীপকের স্ত্রী সরস্বতী দেবী।

রবিবার বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর ডাকা ব্রিগেড জনসভা বিপুল জনসমাবেশ হয়। নবান্ন অভিযানের নিখোঁজ দীপক পাঁজার স্ত্রীর মনে আশা ছিল হয়তো কোনওভাবে এই জনসভায় এসে উপস্থিত হবেন তাঁর স্বামীও। জানা গেছে, সেই আশায় বুক বেঁধে এদিন ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন সরস্বতী। জনসভায় যখন রক্ত গরম করা ভাষণ দিয়ে চলেছেন নেতা-নেত্রীরা, সকলের অলক্ষ্যে তখন হয়তো স্বামীকে খুঁজে চলেছেন সরস্বতী। তবে বিপুল জনসভার মধ্য থেকে স্বামীর দেখা পেয়েছেন কি পাঁশকুড়ার ওই গৃহবধূ? সে উত্তর অবশ্য মেলেনি।

আরও পড়ুন:কাটমানি খাওয়া নেতারাই তৃণমূল থেকে বিজেপিতে, পড়ন্ত ব্রিগেডে চেনা মেজাজে দেবলীনা!

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version