মমতাকে সমর্থন জানিয়ে বার্তা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের

বিজেপি বিরোধীরা একে একে এসে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (chief minister Mamata Banerjee)পাশে।  সোমবার বিকেলে  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের (lalu prasad jadav)পুত্র তেজস্বী যাদবের (tejaswi jadav) বৈঠক হওয়ার কথা। আর এদিনই  মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থন জানিয়ে বার্তা পাঠালেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব (Akhilesh Jadav) ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে  রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অখিলেশের এই সমর্থনের বিশেষ গুরুত্ব রয়েছে। একদিকে যখন বাম-কংগ্রেস জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়াই করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনের বিশেষ ভূমিকা আছে। যদিও এবার নতুন নয়, এর আগেও মমতাকে সমর্থনের কথা জানিয়েছিলেন অখিলেশ যাদব।  শুধু অখিলেশ নন, মমতাকে সমর্থন জানানোর কথা বলেছেন শরদ যাদবও (sharad jadav)। শিবসেনা (shivsena)ইতিমধ্যেই বাংলার নির্বাচনে নামার কথা ঘোষণা করেছে।রাজনৈতিক  বিশ্লেষকদের মতে মূলত বিজেপির হিন্দু ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতেই শিবসেনার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও আসছে রাজ্যে। তবে অখিলেশ শুধুই  নৈতিক সমর্থন জানালেন নাকি অন্য কোনও বার্তা আছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত  দিলেন তিনি।

Advt

 

 

Previous articleবাড়ছে করোনা সংক্রমণ, ফের লকডাউনের সময়সীমা বাড়ল এই রাজ্যে
Next articleশুধুই সরকারি নয়, কৃষিতে বেসরকারি ক্ষেত্রগুলির যোগদানের সময় এসেছে: মোদি