Thursday, August 28, 2025

তিন বছরের জেল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের 

Date:

Share post:

দুর্নীতির দায়ে জেল (jail punishment) হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট (ex-French president) নিকোলাস সারকোজির (nicolas sarkozy)। ফ্রান্সের প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি (corruption) করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই অপরাধে তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। ফ্রান্সের সাম্প্রতিককালের ইতিহাসে সারকোজিই হলেন প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যাঁকে বিচারের পর জেলে যেতে হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়ারটেপিং মামলায় প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন প্যারিসের এক আদালতের বিচারক। একইসঙ্গে সারকোজির দুই সহযোগী গিলবার্ট আজিবার্ট এবং থিয়েরি হারজোগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাদণ্ডে দণ্ডিত হলেও জেলে যেতে হচ্ছে না ৬৬ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে। বাড়িতে থেকেই ওই সাজা ভোগ করতে পারবেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট। সেক্ষেত্রে তাঁর শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরানো হবে নজরদারির জন্য।

‘ওয়ারটেপিং কেস’ নামে পরিচিত এই মামলা শুরু হয় ২০১৩ সালে। সেসময় তদন্তকারীরা সারকোজির বিরুদ্ধে দুর্নীতির খোঁজে সারকোজি ও তাঁর আইনজীবী হারজগের ফোনে আড়ি পেতেছিলেন। তদন্তকারীরা জানতে পারেন, বিখ্যাত কসমেটিক সংস্থা লরিয়েলের উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করে তা লুকোনোর চেষ্টা করেছেন সারকোজি।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তাঁর এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচারব্যবস্থা সম্পর্কে খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁদের কাজ একদিকে অনৈতিক প্রভাব পরিচালিত এবং অন্যদিকে পেশাদারি গোপনীয়তা লঙ্ঘনের সামিল। তবে কারাদণ্ডের সাজা পেলেও নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট।

Advt

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...