ধর্ষিতাকে বিয়ে করার পরামর্শ ধর্ষককে, বোবদের মন্তব্যে ক্ষুব্ধ বৃন্দা কারাট

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন শীর্ষ আদালতের(Supreme Court) প্রধান বিচারপতি এস বোবদে(S Bobde)। এহেন ঘটনায় বিতর্ক শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। প্রধান বিচারপতি এমন পরামর্শ কী করে দিতে পারেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে এবার দেশের প্রধান বিচারপতি কে চিঠি লিখলেন সিপিএম(CPIM) নেত্রী বৃন্দা কারাট(Brinda Karat)। আর্জি জানালেন এই ধরনের মন্তব্য অবিলম্বে ফিরিয়ে নেওয়ার জন্য।

দেশের প্রধান বিচারপতির উদ্দেশ্যে এক চিঠিতে বৃন্দা কারাট লিখেছেন ‘মেয়েটির মুখে কাপড় গুঁজে, হাত-পা বেঁধে ধর্ষণ করত ওই অপরাধী। এক বার নয়, ১০-১২ বার। মেয়েটির তখন মাত্র ১৬ বছর বয়স। এর পরে মেয়েটি আত্মহত্যাও করতে গিয়েছিল। আপনার কী মনে হয়, মেয়েটির পুরো ঘটনায় সায় ছিল?’ এই ধরনের মন্তব্যে এক নিগৃহীতার মনের কী অবস্থা হতে পারে, তাও প্রধান বিচারপতিকে ভেবে দেখতে বলেন বৃন্দা। তাঁর প্রশ্ন, ‘আপনি কি তা হলে এই বার্তা দিচ্ছেন যে, এক জন ধর্ষক নিগৃহীতাকে বিয়ে করে নিলেই তাকে আর জেলে যেতে হবে না? মেয়েটি কী চায়, না-চায়, তা আপনার কাছে বিবেচ্য বিষয় নয়?’

পাশাপাশি চিঠিতে প্রধান বিচারপতিকে তিনি স্মরণ করিয়ে দেন, ‘এক জন বিচারপতি, বিশেষ করে দেশের প্রধান বিচারপতি, কী মন্তব্য করছেন, তা ভবিষ্যতে কোনও নাবালিকাকে ধর্ষণ মামলার রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই আপনার এই সব মন্তব্য আর প্রশ্ন ফিরিয়ে নিন।’

আরও পড়ুন:দেশে জরুরি অবস্থা ঘোষণা কংগ্রেসের ভুল ছিল, অকপটে স্বীকার রাহুল গান্ধীর

উল্লেখ্য, মহারাষ্ট্র স্টেট ইলেক্ট্রিক প্রোডাকশন কোম্পানির কর্মী মোহিত সুভাষ চবনের বিরুদ্ধে Pocso Act-এ নাবালিকা ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি সেই মামলায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিযুক্ত। মামলার শুনানির সময় বিচারপতি তাকে মনে করিয়ে দেন তিনি একজন সরকারি কর্মী। পাশাপাশি বলেন, ‘আপনি ওকে বিয়ে করতে রাজি হলে আমরা আপনাকে সহায়তা করতে পারব। না হলে কিন্তু আপনি চাকরি খোয়াবেন। জেলও হবে। আমরা আপনার উপর বিয়ে নিয়ে চাপ দিতে চাই না। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সরকারি কর্মী হয়ে এমন কাণ্ড ঘটানোর আগে আপনার ভাবা উচিত ছিল।’ যদিও অভিযুক্ত ওই সরকারি কর্মী স্পষ্ট জানিয়ে দেন বিয়েতে তিনি রাজি নন। কারণ, তিনি বিবাহিত ব্যক্তি। পুনরায় তাঁর পক্ষে বিয়ে করা কোনওভাবেই সম্ভব নয়। তবে শীর্ষ আদালতের এহেন পর্যবেক্ষণ স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দেয়।

Advt

Previous articleসকাল থেকে অটো বন্ধ দমদম-নাগেরবাজার রুটে , চূড়ান্ত নাজেহাল যাত্রীরা
Next articleএবার তৃণমূলে অভিনেত্রী সায়ন্তিকা