সকাল থেকে অটো বন্ধ দমদম-নাগেরবাজার রুটে , চূড়ান্ত নাজেহাল যাত্রীরা

বুধবার  সকালে অফিস টাইমে হঠাৎই বন্ধ রাখা হল দমদম-নাগেরবাজার রুটের অটো (nagerbajar-dumdum Auto Service) পরিষেবা। অটো ইউনিয়নের তরফে জানানো হয়েছে লাগাতার পুলিশি জুলুমের প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ। স্বাভাবিকভাবেই বেজায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

নাগেরবাজার থেকে দমদম রেল স্টেশন এবং মেট্রো স্টেশন পর্যন্ত অটো পরিষেবা অত্যন্ত ব্যস্ত রুট।  এই রুটে রোজ প্রায় সাড়ে তিনশো অটো চলাচল করে। কিন্তু  লকডাউন পর্ব  এবং তার পরবর্তী  পর্যায়ে যাত্রী সংখ্যায় কিছুটা ভাটা পড়ে। টান পড়ে অটোচালকদের রোজগারেও। ইদানীং  শিফট করে চালানো হচ্ছিল এই রুটের অটোগুলি। কিন্তু তা সত্ত্বেও পুলিশি জুলুমের অভিযোগ এনেছেন অটো চালকরা। তাঁদের অভিযোগ, লকডাউনের পর এমনিতেই যাত্রী সংখ্যা তলানিতে ঠেকেছে। রোজ সকালে রুটে নামছে না অটো। চালকদের অভিযোগ, এর মধ্যেই যাত্রী তোলার জন্য অপেক্ষা করলে পুলিশ গাড়িতে কাঁটা মেরে দিচ্ছে। যাত্রী তুলতে দাঁড়াতে দিচ্ছে না অনেক জায়গায়। আবার বহু ক্ষেত্রে অযথা কেস দিচ্ছে পুলিশ। যার ফলে চালকদের রুটিরুজিতে টান পড়ছে বলে অভিযোগ। এই জুলুমবাজি বন্ধের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধ রাখা হল বলে খবর। যদিও নাগেরবাজার-দমদম রুটের যাত্রীদের পালটা অভিযোগ, অটো কোনও ট্রাফিক নিয়ম মানে না। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। ফলে স্বল্প পরিসরের রাস্তায় যানজট তৈরি হয়। একই কথা জানিয়েছে পুলিশও। তাঁদের দাবি, পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা

Advt

 

Previous articleদেশে জরুরি অবস্থা ঘোষণা কংগ্রেসের ভুল ছিল, অকপটে স্বীকার রাহুল গান্ধীর
Next articleধর্ষিতাকে বিয়ে করার পরামর্শ ধর্ষককে, বোবদের মন্তব্যে ক্ষুব্ধ বৃন্দা কারাট