Friday, January 30, 2026

জিতেন্দ্রর সঙ্গে কয়লা কাণ্ডের যোগ থাকলে দল দায় নেবে না, স্পষ্ট জানালেন দিলীপ

Date:

Share post:

রাজ্যে কয়লা পাচার(coal smuggling) কাণ্ডের তদন্তে হাত ধুয়ে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। আর এই কাণ্ডে তৃণমূলের(TMC) একাধিক নেতার যোগ রয়েছে সভামঞ্চে তা বারবার দাবি করেছে বিজেপি(BJP)। অবশ্য এই দোষে কম দুষ্ট নন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। কয়লা পাচারের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি যোগ রয়েছে এহেন গুঞ্জন আসানসোলে কান পাতলেই শোনা যায়। সম্প্রতি সেই জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে। এহেন জিতেন্দ্রর বিজেপি যোগ নিয়ে ক্ষুব্ধ আসানসোলের গেরুয়া শিবিরের কর্মীরা।

এরই মাঝে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) স্পষ্ট জানিয়ে দিলেন কয়লা পাচার কাণ্ডে জিতেন্দ্রর যোগ থাকলে তার দায় কোনওভাবেই নেবে না। এদিন দিলীপ ঘোষ জানান, ‘অবৈধ কয়লা পাচার সংক্রান্ত কোনও অভিযোগ প্রমাণিত হলে তার দায় জিতেন্দ্র তিওয়ারিকেই নিতে হবে। দল কোনও দায় নেবে না। যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয় ততক্ষণ কাউকে দোষী বলা যায় না। যাঁরা আসানসোলে রাজনৈতিক ও সামাজিক ভাবে সক্রিয় তাঁদের প্রায় সকলের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ রয়েছে।’ উল্লেখ্য, জিতেন্দ্রর বিজেপি যোগ নিয়ে শুরু থেকেই সমস্যা ছিল। জিতেন্দ্র তেওয়ারির বিজেপি যোগের সম্ভাবনা তৈরি হওয়ার পর শুরুতে তার তীব্র বিরোধিতা করতে দেখা যায় সাংসদ বাবুল সুপ্রিয়কে। অবশ্য বর্তমানে সে সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করেছেন বাবুল।

আরও পড়ুন:শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের

প্রসঙ্গত, তৃণমূলের সঙ্গে জিতেন্দ্র সম্পর্ক খারাপ হয় ফিরহাদ হাকিমের চিঠিকে কেন্দ্র করে। কেন্দ্রের স্মার্ট সিটির আওতায় আসানসোল এলাকাকে বাদ দেওয়ায় ও টাকা বরাদ্দ নিয়ে পুরমন্ত্রীর সঙ্গে চিঠিতে ঝগড়া হয় জিতেন্দ্র। তখনই আসানসোল মেয়রের পদ থেকে পদত্যাগ করেন জিতেন্দ্র। এরপর বিজেপির দিকে পা বাড়ালেও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের আপত্তিতে তা বাধাপ্রাপ্ত হয়। হালে পানি না পেয়ে ফের তৃণমূলের ঘরে ফিরে আসেন পাণ্ডবেশ্বরের এই বিধায়ক। যদিও তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট তৃণমূল ক্রমাগতভাবে ডানা ছাঁটতে থাকে জিতেন্দ্র তিওয়ারির। এরপর মঙ্গলবার বৈদ্যবাটিরতে সাংসদ দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন জিতেন্দ্র।

spot_img

Related articles

“বন্ধু চল”: বন্ধুদের ডাকেই মিরাকল! সহপাঠীদের ডাকে ৫৫ দিন পর কোমা থেকে ফিরল প্রাণ

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় দেখা গিয়েছিল বন্ধুদের গলার আওয়াজে কোমায় থাকা রাজুর জেগে ওঠার দৃশ্য। এবার সিনেমার দৃশ্য বাস্তবে...

বাজেটের আগেই বড়সড় পতন শেয়ার বাজারে, সামান্য কমল সোনার দাম

দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বাজেটের আগেই বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার(Share Market)। শুক্রবার, বিশ্ববাজারের নেতিবাচক সংকেত...

সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy...

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের...