Ele-Pant: শার্ট-প্যান্ট-বেল্ট পরে রাজপথে গজরাজ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পরনে সাদা প্যান্ট, গায়ে বেগুনি জামা। আবার বেল্টও পরেছেন কোমরে। শুড় দুলিয়ে লেজ নাড়িয়ে রাজকীয় মেজাজে হেঁটে চলেছেন গজরাজ। এমন অদ্ভুত দর্শন হাতিকে(elephant) দেখে স্বাভাবিক ভাবে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। স্বাভাবিক দূরত্ব বজায় রেখে ছবি তুলছেন উৎসুক জনতা। আসল ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়(social media)। সম্প্রতি এহেন গজরাজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। হাতিটির বেশভূষারর সঙ্গে মিল রেখে একটি নামকরণও করেছেন তিনি। তা হল, ‘Ele-Pant’।

বুধবার নিজের টুইটারে একটি ছবি শেয়ার করেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। যেখানে দেখা গিয়েছে সাদা প্যান্ট বেগুনি রঙের জামা পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশালকায় এক হাতি। শুধু প্যান্ট জামা নয়, স্মার্টনেসে যাতে কোনওরকম খামতি না আসে তার জন্য কোমরে রয়েছে বিশাল এক কালো বেল্ট। এই ছবি শেয়ার করে উপরে ক্যাপশনে মহিন্দ্রা লিখেছেন, ‘Incredible India. Ele-Pant…’ জনপ্রিয় শিল্পপতির শেয়ার করা এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। অল্প সময়ের মধ্যে ছবিটিতে ৩০০০ মানুষ লাইক করেন। ব্যবসায়ীর টুইটে মজার কমেন্ট করেছেন বহু মানুষ। একজন লিখেছেন, ‘এটা প্রমাণিত সত্য যে ভারত গোটা বিশ্ববাসীকে পোশাক পরাতে পারে। হাতিকেও।’

আরও পড়ুন:সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কাঠগড়ায় কর্নাটকের মন্ত্রী

যদিও এই ছবিটি কোন রাজ্য থেকে তোলা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে হাতিটির মাহুতের বেশভূষা দেখে অনেকের অনুমান এটা দক্ষিণ ভারতের কোনও রাজ্যের। মজার এই ছবি দেখে কমেন্টে আরও এক ব্যক্তি লিখেছে, ‘মাহুতের জন্য লুঙ্গি, আর হাতির জন্য প্যান্ট। বেশ ভালো আইডিয়া!’

Advt

Previous articleকোচবিহারে লোকালয়ে ৩টি বাইসনের তাণ্ডব, এলাকায় আতঙ্ক
Next articleপ্রাইমারি টেট মামলায় ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা দায়ের রাজ্যের