দলে যোগ দেওয়া অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতির পাঠ দেওয়া শুরু করল তৃণমূল

সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মানালি দে, সুদেষ্ণা রায়, রণিতা দাস, পিয়া সেনগুপ্ত, সৌরভ দাস, ও সৌপ্তিক চক্রবর্তী।
বুধবার দলে যোগ দেওয়া টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতির পাঠ শেখানোর কাজ শুরু করল তৃণমূল। তৃণমূল ভবনে ওই তারকাদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
আসলে যোগ দেওয়া অনেকেরই রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলক ভাবে কম। কেউ হয়তো এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন, আবার কেউ কেউ শুধুমাত্র দলের হয়ে প্রচার করবেন।

আরও পড়ুন- সহকারীর অস্বাভাবিক মৃত্যু, শোকস্তব্ধ অঙ্কুশ হাজরা
প্রত্যেকেরই রাজনৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস । জানা গিয়েছে , গত ১০ বছরে তৃণমূল সরকার ও দলের কার্য পদ্ধতি সম্পর্কে ওই তারকাদের ওয়াকিবহাল করা হয়। তৃণমূল সরকারের কাজ নিয়ে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেওয়া হয় তাঁদের। বিরোধীরা ওই তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করলেও তাতে আমল না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই রাজনৈতিক প্রশিক্ষণ পর্ব বেশ উপভোগ করেছেন তারকারা।

Previous articleসহকারীর অস্বাভাবিক মৃত্যু, শোকস্তব্ধ অঙ্কুশ হাজরা
Next articleশুক্রবারই তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা