Thursday, December 4, 2025

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে কমিশনে বাম-কংগ্ৰেস-আইএসএফ

Date:

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। তবে সেই নিয়ম মানছে না রাজ্যের শাসক দল তৃণমূল(TMC) ও বিজেপি(BJP)। সম্প্রতি এমনই অভিযোগ তুলে একযোগে নির্বাচন কমিশনের(election commission) কাছে অভিযোগ জানিয়ে এলো বাম(left), কংগ্রেস(Congress) এবং আইএসএফ(ISF)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে নিজেদের অভিযোগ জানানোর পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিন দলের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাম নেতা রবীন দেব জানান, নির্বাচন ঘোষণার পর থেকে লাগাতার আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে চলেছে বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলেন তিনি। বলেন যে বাম ও আইএসএফ সমর্থকরা ব্রিগেডে এসেছিলেন তাদের বেছে বেছে চিহ্নিত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধর করা হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করারও অভিযোগ তোলা হয় জোটের পক্ষ থেকে। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন আইএসএফের প্রতিনিধি আব্দুল মালেফ জানান, ‘বেছে বেছে আমাদের দলীয় কর্মীকে চিহ্নিত করা হচ্ছে যারা ব্রিগেড সমাবেশে গিয়েছিলে। ব্রিগেড সমাবেশের ফুটেজ জোগাড় করে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবং সেই সমস্ত ব্যক্তিদের বাড়ির পাশে গুলি বোমা বন্দুক রেখে পুলিশকে ফোন করে গ্রেফতার করানো হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রের বিরোধিতা করেই আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি আমরা’।

আরও পড়ুন:বড় ধাক্কা শেয়ারবাজারে, ৫৯৮ পয়েন্ট নামল সেনসেক্স

উল্লেখ্য, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ ও হিংসার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে বামেদের তরফে উপস্থিত ছিলেন প্রবীর দেব(সিপিআই), প্রদ্যুৎ নাথ(ফরওয়ার্ড ব্লক), সুখেন্দু পানিগ্রাহী ও রবিন দেব (সিপিআইএম)। পাশাপাশি কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবং আইএসএফের তরফে আব্দুল মালেফ ও তাপস চক্রবর্তী।

Related articles

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...
Exit mobile version