গ্রাহকদের জন্য আরও সহজ হচ্ছে গ্যাস বুকিং, নিয়ম বদলাচ্ছে কেন্দ্র

যেমন হু হু করে বড়ছে গ্যাসের দাম তেমনই সহজ হচ্ছে গ্যাস বুকিং। এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে মোদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ১ জন ডিলারের বদলে ৩ জন ডিলারের কাছ থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা কাছের যে কোনও গ্যাসের ডিলারের থেকে সিলিন্ডার নিতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আগে গ্যাস বুকিংয়ের জন্য দেশের বিভিন্ন সার্কেলের জন্য আলাদা আলাদা নম্বর ছিল ৷ তবে এবার থেকে গ্যাস বুকিংয়ের জন্য গোটা দেশের ইন্ডেন গ্রাহকদের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ ৭৭৭৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়ে গ্যাস বুকিং করা যাবে৷

আরও পড়ুন-৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, বাড়ছে লোকাল ট্রেনের ভাড়া?

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সেক্রেটারি তরুণ কাপুর জানিয়েছেন, কেন্দ্র রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, অল্প কয়েকটি ডকুমেন্টের মাধ্যমেই পেয়ে যাবেন এলপিজি কানেকশন ৷ পাশাপাশি নতুন নিয়মে ঠিকানার প্রমাণ পত্র ছাড়া কানেকশন দেওয়ার যোজনা তৈরি করা হচ্ছে ৷ তিনি আরও জানান, এলপিজি কানেকশন নেওয়ার জন্য ঠিকানার প্রমাণ দেওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু গ্রামীণ এলাকায় ঠিকানার প্রমান পত্র তৈরি করতে সমস্যায় পড়তে হয় মানুষকে। তরুণ কাপুর আরও জানিয়েছেন, গ্রাহকরা ১ জন ডিলারের বদলে ৩ জন ডিলারের কাছ থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা কাছের যে কোনও গ্যাসের ডিলারের থেকে সিলিন্ডার নিতে পারবেন।

এবছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, আগামী ২ বছরে প্রায় এক কোটি মানুষকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার যোজনা তৈরি করছে৷ গত ৪ বছরে ৮ কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে ৷

Advt

Previous articleসেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে গোয়া
Next article‘শূন‍্য’ করার রেকর্ড গড়লেন বিরাট