ভোট শিয়রে, দলীয় প্রতীক কোথায় ? চরম বিপাকে আব্বাসের পার্টি

ঢাক-ঢোল পিটিয়ে দল ঘোষণা করেছেন, ভোটে লড়ার লক্ষ্যে বাম- কংগ্রেসের সঙ্গে জোট গড়েছেন, আসন ভাগাভাগিও করেছেন৷

কিন্তু আব্বাস সিদ্দিকি’র (Abbas Siddiqui) দল
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর (Indian Secular Front) প্রতীক কোথায় ? কোন প্রতীক নিয়ে একুশের ভোটে ISF লড়বে ?

আরও পড়ুন:নবান্ন অভিযানে নিখোঁজ বাম কর্মীর খোঁজ মিলল বালিতে

এবার অন্য ধরনের জটিলতার মুখে ‘সংযুক্ত মোর্চা। শরিক দল, ISF-এর নির্বাচনী প্রতীক না থাকলে নির্দল হিসাবে লড়তে হবে তাদের৷ সেক্ষেত্রে এক এক কেন্দ্রে এক এক রকম প্রতীক হওয়ার সম্ভাবনা প্রবল৷ তবে ISF-এর তরফে বলা হচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশনে দলীয় প্রতীক জমা দেওয়া হবে। একইসঙ্গে আব্বাসের দল আশঙ্কা করছে, কমিশনের বরাদ্দ প্রতীক পাওয়া এবং প্রার্থী ও প্রতীক পরিচিতির জন্য যথেষ্ট সময় নাও মিলতে পারে৷ আজকালের মধ্যে প্রার্থী ঘোষণা করলেও প্রথম দফায় প্রচারের জন্য হাতে দিন নেই৷ এর মধ্যেই চেনাতে হবে দলীয় প্রতীক৷ এই পরিস্থিতিতে প্রার্থী ও প্রতীকের পরিচিতি নিয়ে বেশ চিন্তিত সংযুক্ত মোর্চা নেতৃত্ব। ওদিকে, ISF সূত্র বলছে, প্রথম দফার মনোনয়ন দাখিলের শেষে প্রচারের জন্য মিলবে মাত্র ১৪ দিন। এখানেই চিন্তার ভাঁজ সংযুক্ত মোর্চার সব শরিকদের কপালে।

Advt

Previous articleনবান্ন অভিযানে নিখোঁজ বাম কর্মীর খোঁজ মিলল বালিতে
Next articleতৃণমূলের প্রার্থী তালিকা: তারকাদের নিয়ে বিচ্ছিন্ন অসন্তোষ