Thursday, August 28, 2025

বার্ধক্যের দাগ মুছে তারুণ্যে জোর বামেদের, প্রার্থী তালিকায় ভরসা দুঁদে নেতাদের ওপরও

Date:

Share post:

বামফ্রন্ট(left front) মানেই বর্তমান সমাজের চোখে একটা ছবি স্পষ্ট ভাবে উঠে আসে, তা হল এক মাথা সাদা চুল। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনে(assembly election) এই ছবিতে খানিক পরিবর্তন আনল বাম নেতৃত্ব। শুক্রবার প্রথম দুই দফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বামেদের তরফে। আর সেখানেই দেখা গেল তারুণ্যের জয় জয়কার। পাশাপাশি পুরনো দুঁদে নেতাদেরও উপরেও ভরসা রাখলেন সূর্য-বিমানরা।

শুক্রবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বিমান বসু জানান, ‘এবারের নির্বাচনে আমরা তরুণ মুখ রাখার চেষ্টা করেছি। পাশাপাশি মাঝামাঝি বয়সী যাদের প্রার্থী করা হয়েছে তাদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে। এবং অল্প কয়েকজন রয়েছে ৫০ বছরের উপরে।’ প্রার্থী তালিকাতেও দেখা গেল সেই ছবি। পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা তথা বিদায়ী বিধায়ক ইব্রাহিম আলিকে। ঝাড়গ্রামে জোটের প্রার্থী হয়েছেন সিপিএমের মধুজা সেন রায়। অসাধারণ মুখ নয়, প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন পুরনো দুঁদে নেতারাও। সুশান্ত ঘোষকে(Sushant Ghosh) এবার শালবনি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। তপন ঘোষকে এবার সুশান্ত ঘোষের পুরনো কেন্দ্র গড়বেতা থেকে প্রার্থী করেছে সিপিএম। পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে প্রার্থী করা হয়েছে বাম আমলে ক্ষমতার মধ্যগগণে থাকা আরেক দাপুটে সিপিএম নেতা হিমাংশু দাসকে।

এর পাশাপাশি, বাঁকুড়ার তালড্যাংরা থেকে একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রকে ফের প্রার্থী করেছে দল। সূর্যকান্ত মিশ্রর একদা বিধানসভা কেন্দ্র নারায়ণগড়ে প্রার্থী করা হয়েছে ডিওয়াইএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় নেতা তাপস সিনহাকে। প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রম। তাঁকে ফের প্রার্থী করা হয়েছে রানিবাঁধে। বামেদের তরফে জানা যাচ্ছে, এটাই শেষ নয়, আগামী আরো ছয় দফা নির্বাচনের প্রার্থী তালিকায় তারুণ্যে জোর দিয়ে উঠে আসতে চলেছে এক ঝাঁক নতুন মুখ।

উল্লেখ্য, শুক্রবার প্রথম দুই দফায় মোট ৬০টি আসনে হবে নির্বাচন। এরমধ্যে ৩৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। কংগ্রেসের প্রার্থী রয়েছেন ১৩টি আসনে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ৫টি আসনে। তবে তিনটি আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। আর এই তিনটি আসন হল নন্দীগ্রাম পিংলা এবং এগরা। যদিও বা বামেদের তরফ প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও কংগ্রেস আইএসএফ এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি।

Advt

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...