Thursday, December 25, 2025

তৃণমূলের অভিযোগে ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরছে মোদি-র ছবি

Date:

Share post:

ফের তৃণমূলের অভিযোগকে মান্যতা দিলো নির্বাচন কমিশন৷

তৃণমূল কংগ্রেস (TMC) নির্বাচনী আচরণবিধি (WBassembly election 2021) লঙ্ঘিত হওয়ার অভিযোগ আনায় করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট বা শংসাপত্র (CORONA vaccine certificate) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরতে চলেছে৷ নির্বাচন কমিশন (ECI) সূত্রের খবর, যে সমস্ত রাজ্যে নির্বাচন হবে, সেখানে মোদির ছবি সম্বলিত শংসাপত্র ব্যবহার করা যাবে না৷ একইসঙ্গে ভ্যাকসিন-কর্মসূচির ডিজিটাল শংসাপত্র (CERTIFICATE) থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচির ডিজিটাল সার্টিফিকেটে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল।

বাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়েছে আদর্শ আচরণবিধি (MCC)৷
তৃণমূলের তরফে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কমিশনে নির্দিষ্ট অভিযোগও করা হয়৷ অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে তৎপর হয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচনী আচরণবিধির কথা মাথায় রেখে করোনা টিকার শংসাপত্র বা সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকে বিষয়টির পূর্ণাঙ্গ তথ্য চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। তা পরেই দ্রুত টিকাকরণ কর্মসূচির ডিজিটাল শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশন জানিয়েছে, যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন চলছে সেখানে মোদির ছবি দেওয়া শংসাপত্র ব্যবহার করা চলবে না। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রককে অন্য সিস্টেম ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ব্রিগেডে ‘ভিড়’ চায় গেরুয়া শিবির, সমর্থক আনতে লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করছে বিজেপি?

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির মোট ৮২৪ আসনে নির্বাচন ঘোষণা হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি৷ ৫ রাজ্যে ২.৭ লাখ ভোট কেন্দ্রে মোট ১৮.৬৮ কোটি ভোটার ভোট দেবেন ।

Advt

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...