ভিবজিওর কোম্পানিতে সিবিআই-ইডির তল্লাশি, আমানতের টাকা ফেরাতে চায় সংস্থা 

ভোটের দামামা বাজতেই নড়েচড়ে বসেছে সবাই । হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস সি তালুকদারের কমিটির নির্দেশে ভিবজিও গোষ্ঠীর সম্পত্তি নিলাম প্রক্রিয়া শুরু হলো। ৮৭ নম্বর সুরেশ সরকার রোডে ভিবজিওর সম্পত্তি নিলাম করতে সেবি, ইডি, সিবিআই দফতরের সব প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন সকলে। তবে ভিবজিওর গ্রুপ তদন্ত সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে । সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ৫০০০টাকা পর্যন্ত যারা আমানত করেছেন তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে এবং বাকিদের ক্ষেত্রে কোম্পানির সম্পত্তি বিক্রি করে টাকা ফেরানো হবে।
সংস্থার এই দাবি কতটা মেলে তা সময়ই বলবে ।

Previous articleঅন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যার কথা ভাবতেন, বিস্ফোরক মন্তব্য মেগানের
Next articleক্ষতি সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স