ক্ষতি সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫০,৪৪১.০৭ (⬆️ ০.০৭%)

🔹নিফটি ১৪,৯৫৬.২০ (⬆️ ০.১২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে সোমবার সামান্য ঊর্ধ্বমুখী হল দেশের শেয়ারবাজার। মাত্র ৩৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮ পয়েন্ট।

আরও পড়ুন:অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যার কথা ভাবতেন, বিস্ফোরক মন্তব্য মেগানের

সোমবার বাজার খোলার পর থেকে কখনো উত্থান তো আবার কখনো পতন ঘটেছে সেনসেক্সের সূচকে। কিন্তু বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দুর্দশা কাটিয়ে ৩৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৫.৭৫ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৪৪১.০৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ১৮.১০ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৯৫৬.২০।

Advt

Previous articleভিবজিওর কোম্পানিতে সিবিআই-ইডির তল্লাশি, আমানতের টাকা ফেরাতে চায় সংস্থা 
Next article‘বিশ্ব নারী দিবসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম’, বিজেপিতে যোগদানের পর বললেন তনুশ্রী