টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ফুটবলার-বিধায়ক দীপেন্দু বিশ্বাস

বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল (TMC) বিধায়ক (MLA) দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। আজ, সোমবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই হেস্টিংসে বিজেপি পার্টি অফিসে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিন প্রধানে খেলা প্রাক্তন স্ট্রাইকার।

এবার বিধানসভা ভোটে (Assembly Election) তৃণমূল টিকিট দেয়নি বসিরহাট দক্ষিণের (Basirhat Dakshin) বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে (Dipendu Biswas)। স্বভাবতই টিকিট না পাওয়ার ক্ষোভ নিয়েই আরও অনেকের মতো দল ছাড়ছেন তিনি।

তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশের দিনই সেই ক্ষোভ জানিয়েছিলেন দীপেন্দু। কেন তাঁকে এবার টিকিট দেওয়া হল না, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি।এরপরই আজ তাঁর বিজেপিতে (BJP) যোগদানের সিদ্ধান্ত।

উল্লেখ্য ২০১৬ বিধানসভা নির্বাচনে দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয় তৃণমূল। বসিরহাট দক্ষিণে বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ২৪ হাজারের কিছু বেশি ভোটে শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন তিনি। তার আগে এই শমীক ভট্টাচার্য-এর কাছে উপনির্বাচনে হারতে হয়েছিল দীপেন্দুকে।

Previous articleরাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসোর মালিক প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়
Next article‘ধর্ষণে শীর্ষে আমেদাবাদ ও উত্তরপ্রদেশ’, নারী দিবসে মোদি-শাহকে স্মরণ করালেন মমতা