Thursday, August 28, 2025

‘ধর্ষণে শীর্ষে আমেদাবাদ ও উত্তরপ্রদেশ’, নারী দিবসে মোদি-শাহকে স্মরণ করালেন মমতা

Date:

‘মহিলাদের অসম্মান কোনওভাবেই সহ্য করব না। নারীদের অধিকার রক্ষা আমাদের প্রথম দায়িত্ব।’ আন্তর্জাতিক নারী দিবসে(international women day) এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন, গোটা দেশে ধর্ষণের মধ্যে শীর্ষে মোদি-শাহের রাজ্য গুজরাটের(Gujarat) আহমেদাবাদে এবং বিজেপি শাসিত যোগীর উত্তর প্রদেশ(Uttar Pradesh)।

রবিবার ব্রিগেডে বিজেপির জনসভা থেকে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই প্রত্যুত্তরে সোমবার আন্তর্জাতিক নারী দিবসে চাঁচাছোলা ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণও শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মেয়েরাই দেশ গড়েছে, বিশ্ব গড়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, যে তাজ্জব হতে হয়। গোটা পৃথিবীতে এমনটা দেখা যায় না।’ এরপরই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। কিন্তু বাংলার মেয়েরা রাতদিন সব সময় সুরক্ষিত।’ পাল্টা বিজেপি শাসিত রাজ্য গুলিতেই যে মহিলা ঘটিত অপরাধ বেশি তার প্রমাণ তুলে ধরে তিনি বলেন, ‘মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ।’ পাশাপাশি রবিবারের ব্রিগেড জনসমাবেশকে কটাক্ষ করে মমতা বলেন, ‘কাল ব্রিগেডকে বিগ্রেড করে ছেড়েছেন। টাকা দিয়ে সব হয় না।’

সোমবার আন্তর্জাতিক নারী দিবসের দিন শহরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজস্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ছিল তৃণমূলের বিশাল পদযাত্রা। পদযাত্রা শেষ হওয়ার পর ডোরিনা ক্রসিংয়ে এক জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘বিনা পয়সায় আমরা চাল দিচ্ছি, ফোটাতে লাগছে ৯০০ টাকার গ্যাস। কিছু দরকার নেই, প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন। প্রধানমন্ত্রী আপনার ধ্বংসের কথা শুনতে চাই না।’

আরও পড়ুন:নারী দিবসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মহিলা ব্রিগেডসহ মমতা

পাশাপাশি রাজ্যে আমফান ও করোনা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মোদিকে তোপ দেগে তিনি আরও বলেন, ‘আমফানের সময় রাত জেগে নবান্নে বসে কাজ করেছি আমি। করোনার সময় রাস্তায় আমি নেমেছি। আপনি ভার্চুয়াল করে কাজ সেরেছেন।’ উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় ছিল নারী শক্তির জয় গান। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পদযাত্রার সামনের সারিতে ছিলেন, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, মানালি, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র, কৌশানী ও আরও অনেক তারকা। পাশাপাশি ছিলেন তৃণমূল সাংসদ মিমি ও নুসরত জাহান।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version