Saturday, November 15, 2025

ভোটারদের ভয় দূর করতে সরাসরি দেখা করবেন দুই বিশেষ পর্যবেক্ষক

Date:

ভয় ভাঙিয়ে ভোটারদের পোলিং বুথ পর্যন্ত নিয়ে আসতে দায়বদ্ধ নির্বাচন কমিশন (Election Commission)। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে এই ভয় ভাঙানোর কাজ শুরু করে দিলেন দুই বিশেষ পর্যবেক্ষক (Special General Observer) অজয় ভি নায়েক (Ajay V Nayak) ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক (Special Police Observer) বিবেক দুবে (Vivek Dubey)। সাধারণ মানুষ যাতে অবাধে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য প্রকাশ করা হল দুই বিশেষ পর্যবেক্ষকের মোবাইল নম্বর, দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। সরাসরি দেখা করার জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করা হয়েছে।  দেখা করার সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিগত নির্বাচনগুলিতে  কোনও বিশেষ পর্যবেক্ষককেই এই ভূমিকায় দেখা যায়নি। কিন্তু  এবারের নির্বাচনে ভোটারদের নিরাপত্তার পাশাপাশি কমিশনের পক্ষপাতিত্ব নিয়েও যাতে কেউ প্রশ্ন তুলতে না পারেন, সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাইছেন আধিকারিকরা।

রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৭ মার্চ।  বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ থেকে জণগণের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েকের মোবাইল নম্বর ৮১০০১০৭১৫৪। এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করা যাবে। ল্যান্ড লাইন নম্বর ০৩৩-২২৮১০০১৩। সরাসরি দেখা করে কথা বলতে চাইলে যোগাযোগ করতে হবে এই ঠিকানায় :  বিএসএফ গেস্ট হাউজ, ২০/১ গুরুসদয় দত্ত রোড, বালিগঞ্জ, কলকাতা ৭০০০১৯। মেইল আইডি : splobsg@gmail.com  দেখা করার সময় বিকাল ৪টা-৫টা। শনি, রবি ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদ দিয়ে। নির্বাচনের কাজে বিশেষ পর্যবেক্ষক  কলকাতার বাইরে থাকলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে না।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে মোবাইল নম্বর ৮১০০১০৭১৫৫। এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে। ল্যান্ড লাইন নম্বর ০৩৩-২২৮১০০১০। সরাসরি  দেখা করা যাবে বিএসএফ গেস্ট হাউজ, ২০/১ গুরুসদয় দত্ত রোড, বালিগঞ্জ, কলকাতা ৭০০০২০ এই ঠিকানায়। মেইল আইডি splobsp1@gmail.com

 

 

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version